Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৬, ২০২৬

কোথাও অবরোধ, কোথাও বিএলওদের ইস্তফা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
কোথাও অবরোধ, কোথাও বিএলওদের ইস্তফা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

কোথাও অবরোধ, কোথাও বিএলওদের ইস্তফা,  নির্বাচন কমিশনের ফতোয়ার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে গ্রামে। এসআইআর–‌র শুনানিতে ডেকে বারবার হয়রানি হতে হচ্ছে। এর প্রতিবাদে বসিরহাট ঊত্তর বিধানসভা কেন্দ্রের স্বরূপনগরের সকাল থেকে টানা অবরোধ চলল টাকি রোড। অন্যদিকে, কাজের বাড়তি চাপ এবং একেক সময় নতুন নতুন ফরমানে সাধারণ ভোটারদের হয়রানিতে বিরক্ত হয়ে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে ৫০ জন বুথ লেবেল অফিসাররা ইস্তফা দিলেন। এদিন সকালে বিডিওর কাছে তাঁরা তাদের লিখিত ইস্তফাপত্র জমা দিয়েছে।

এবিষয়ে স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় বলেন, ৫০ জন বিএলএ তাঁদের লিখিত ইস্তফা জমা দিয়েছেন। সেগুলি গ্রহণ করেছি। আমি সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। তাঁরা যা সিন্ধান্ত নেবেন।’‌ বিডিও বলেন, তাঁর কী সমস্যা হচ্ছে, এবং এসআইআর পদ্ধতি নিয়ে মন্তব্য করার এক্তিয়ার আমার নেই। ইস্তফা দিয়ে বিএলওরা দাবি করেন, নির্বাচন কমিশন তাদের অহেতুক হয়রানি করছে। ছোটখাটো ভুলের কারণে ভোটাররাও নানা ভাবে হয়রানি হচ্ছেন। বারবার ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। পদত্যাগী বিএলও রা বলেন,দিনের পর দিন কাজের চাপা বেড়ে চলেছে। একদিকে স্কুল করতে হবে তারপরে নির্বাচন কমিশনের ফরমান মানতে গিয়ে ব্যাপক টেনশনে থাকতে হচ্ছে।

সেকারণে স্বরূপগর বিধানসভায় ২৭১ জন বুথ লেবেল অফিসারের মধ্যে ৫০  দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে এদিন পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অন্যদিকে, শুনানিতে নানা ভাবে হয়রানি বন্ধের দাবিতে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের স্বরূপনগর মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকি রোড অবরোধ করেন সাধারণ জনতা। বিক্ষোভ কারীদের দাবি, এসআইআর শুনানির জন্য গরিব মানুষের কাজ কামাই হচ্ছে। মাঠে চাষের কাজ করতে যেতে পারছেন না কৃষকরা। একই দাবিতে সন্দেশখালি ১ ব্লক অফিসেও এদিন বিক্ষোভ হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!