Advertisement
  • দে । শ
  • জুন ৭, ২০২৩

ভয়াবহ রেল দুর্ঘটনার পর উদ্ধার কাজের অনন্য নজির । টানা ৫১ ঘন্টা, ২৩০০ জনেরও অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক ছন্দে ফিরছে বালেশ্বর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়াবহ রেল দুর্ঘটনার পর উদ্ধার কাজের অনন্য নজির । টানা  ৫১ ঘন্টা, ২৩০০ জনেরও অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক ছন্দে ফিরছে বালেশ্বর

৫১ ঘন্টা, ২৩০০ জনেরও বেশি কর্মী, অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বাধীন দল ওড়িশা রেল দুর্ঘটনায় কীভাবে নির্দিষ্ট পরিকল্পণায় উদ্বারের কাজ করেছে, সেই ছবি চোখের সামনে স্পষ্ট। একজন আমলা কি ভাবে একজন দক্ষ রাজনৈতিক নেতার মতো কাজ করতে পারেন বিপর্যয়ের সময় এবং এই উদ্ধার কাজ থেকে রাজনীতিকে কি ভাবে দূরে সরিয়ে আর্তদের জন্য কাজ করা যায় সেটা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমান করে দিয়েছেন তাঁর নেতৃত্বে উদ্ধার কাজের মধ্যে।

২ জুন সন্ধ্যাবেলা যখন ওড়িশার বাহানাগ বাজারে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পরে, সেই সন্ধ্যায় স্থানীয় মানুষ অনুমান করতে পারেননি কোন ভয়াবহ পরিস্থিতির দিকে এই রেল দুর্ঘটনা এগিয়ে চলেছে। যতই সময় গড়িয়েছে ততই মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে ভারতীয় রেল মন্ত্রক ঘটনার শুরু থেকেই এই দুর্ঘটনার অভিঘাত কোন দিকে যেতে চলেছে সেই বিষয়ে অনুমান করে এই ভয়াবহ রেল দুর্ঘটনার পর উদ্ধার কাজ পরিচালনায় এক কথায় চ্যালেঞ্জের মুখে পরে যায়।

এই ভয়াবহ দুর্ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে পৌঁছে যান। কি ভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা তিনি যেমন বোঝার চেষ্টা করেন পাশাপাশি উদ্ধার কাজের তদারকিও শুরু করেন, খুবই পরিকল্পিত ভাবে। এই প্রসঙ্গে রেলের এক শীর্ষ আধিকারিক বলেন, “এই রেল দুর্ঘটনা নিয়ে কোন পদক্ষেপের পর কোন পদক্ষেপ করা হবে, কি ভাবে কাজে এগোতে হবে, রেলমন্ত্রী তাতে কোনও ঘাটতি রাখেননি। এই ভয়াবহ রেল দুর্ঘটনার পর কি করে মানুষের জীবন বাঁচিয়ে পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করা যায় সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, এর ফলে একদিকে যেমন গুরুতর আহত মানুষদের হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে পাশাপাশি তেমন রেল লাইন পরিষ্কারের পাশাপাশি দুর্যোতনায় পড়া রেলের বগিগুলোকেও দ্রুত লাইনের ওপর থেকে সরানোর ব্যবস্থা হয়েছে। রেলমন্ত্রকের এক শীর্ষ আধিকারীক জানান, এই কাজটিকে সুচারুভাবে সম্পন্ন করতে ৮টি টিম তৈরী করা হয়েছে যাতে ৭০ জন সদস্য রয়েছেন। পুরো টিমটিকে পরিচালানা করেছেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়াররা। এর মধ্যে একজন ডিআরএম, একজন জিএম পদমর্যাদার আধিকারিক ছিলেন।

একদিকে যেমন রেল লাইন সংস্কারের কাজে প্রযুক্তি নির্ভর কর্মীদের ব্যবহার করা হয়েছে অন্যদিকে আহত মানুষদের মধ্যে যাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা সঠিক ভাবে হচ্ছে কি না তার তদারকিও করা হয়েছে পাশাপাশি।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কটকের হাসপাতালে নিজে পৌঁছে যান। ডিজি হেল্থকে ভুবনেশ্বরের হাসপাতালে পাঠানো হয়, এসবের একটাই লক্ষ্য ছিল, যাতে আহতরা সঠিক ভাবে চিকিৎসা পান। একাধিক রেলের শীর্ষ করতে এই দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমে পড়েন। চারটি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতির শেষ অবস্থা নজরদারি করা হয়েছে এবং এই লাইভ আপডেট ঘটনাস্থল থেকে মন্ত্রী ও রেলের শীর্ষ কর্তাদের কাছে ধারাবাহিক ভাবে পৌঁছে গেছে।

এদিকে এখনও ওড়িশার এই অভিশপ্ত রেল দুর্ঘটনার পর বহু মানুষ তাদের প্রিয়জনের খোঁজ করছেন। এদের মধ্যে থেকে ৩০ জনের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-এ পাঠানো হয়েছে বলে ভুবনেশ্বরের অতিরিক্ত মিউনিসিপাল কমিশনার সূর্য্যবংশী ময়ূর জানান। তিনি বলেন, এই রিপোর্ট পেতে ৭ থেকে ৮দিন সময় লাগবে। তিনি আরও বলেছেন, এখনো রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৮০টির মতো মৃতদেহ রাখা আছে, যাদের চিহ্নিত করা যায়নি। এইমস ভুবনেশ্বর ছাড়াও রাজ্যের অন্য ৫টি জায়গায় এই মৃতদেহ রাখা আছে। তিনি আরও বলেন, মৃতদের পরিবারের মানুষ যাতে তাদের প্রিয়জনের মৃতদেহ শনাক্ত করতে কোনও সমস্যায় না পড়েন তার চেষ্টা চালাতেই এই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ডিএনএ পরীক্ষা থেকে দেহ পরিবারের হাতে তুলে দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত খরচ ওড়িশা সরকার বহন করছে। ভুবনেশ্বরের ডেপুটি পুলিশ কমিশনার প্রতীক সিংহ জানান, এমন ঘটনাও লক্ষ করা যাচ্ছে একই মৃতদেহ একাধিক পরিবার দাবি করছে। এই পরিস্থিতি এড়াতেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ কুমার জেনা মঙ্গলবার জানিয়েছেন, বালেশ্বরের এই রেল দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৩টি মৃতদেহ ভুবনেশ্বরে পাঠানো হয়েছে বাকি ৯৪টি দেহ বালেশ্বরে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজনের চিকিৎসাকালীন মৃত্যু হয়, ভদ্রলোক হাসপাতালে, সেই দেহও তার পরিজনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই  দুর্ঘটনায় ১০০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে ওড়িশা প্রশাসন জানিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!