Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ২৮, ২০২২

ভারতের প্রায় ৫১ শতাংশ শিশু দারিদ্র্য এবং জলবায়ুর জরুরি অবস্থার শিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের প্রায় ৫১ শতাংশ শিশু দারিদ্র্য এবং জলবায়ুর জরুরি অবস্থার শিকার

ভারতের প্রায় ৫১ শতাংশ শিশু দারিদ্র্য এবং জলবায়ুর জরুরি অবস্থার দ্বৈত প্রভাবের মধ্যে বসবাস করছে। একটা বিশেষ সমীক্ষার রিপোর্টে বিষয়টি সামনে এসে পড়েছে। গোটা এশিয়া জুড়ে প্রায় ৩৫ কোটি শিশু রয়েছে, যাদের দারিদ্র ও জলবায়ু বিপর্যয় গ্রাস করেছে। এরমধ্যে ভারতে রয়েছে প্রায় ২২ কোটি শিশু। জেনারেশন হোপের একটা ‌ রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে।
শিশু অধিকার নিয়ে কাজ করা NGO ‌‘‌সেভ দ্য চিলড্রেন’‌ এবং ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেলের গবেষকদের জলবায়ু মডেলিং দ্বারা তৈরি রিপোর্টে আরও বলা হয়েছে যে, এশিয়ার দেশগুলির মধ্যে এই মুহূর্তে দ্বৈত হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কম্বোডিয়ার। এই দেশের ৭২ শতাংশ শিশু দারিদ্র্য এবং জলবায়ুর জরুরি অবস্থার শিকার। এরপরে রয়েছে মায়নমার (৬৪ শতাংশ) এবং আফগানিস্তান (৫৭ শতাংশ)। যাইহোক এই রিপোর্টে বলা হয়েছে, দারিদ্র্য এবং জলবায়ু বিপর্যয়ের এই ‘‌দ্বৈত হুমকি’‌ মোকাবেলা করা শিশুদের সামগ্রিক সংখ্যার পরিপ্রেক্ষিতে ভারত বিশ্বব্যাপী সর্বোচ্চ স্থান পেয়েছে।
যদিও ভারতে প্রায় ৩৫ কোটি শিশু বছরে অন্তত একটি চরম জলবায়ু বিপর্যয় দ্বারা প্রভাবিত হয় বলে অনুমান করা হয়েছে। এরা যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। দারিদ্রের মধ্যে বসবাস করার ফলে তারা নিজেদের রক্ষা এবং পুনরুদ্ধার করার জন্য কম সংস্থান রয়েছে। বিশ্বব্যাপী ৭৭ কোটি ৪০ লক্ষ শিশু এই উচ্চ ঝুঁকির গোষ্ঠীতে পড়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উচ্চ আয়ের দেশগুলিও এই ‘‌দ্বৈত হুমকি’‌ থেকে মুক্ত নয়। উচ্চ আয়ের দেশগুলিতে ১২ কোটি ১০ লক্ষ শিশু জলবায়ু বিপর্যয় এবং দারিদ্র উভয়ের মুখোমুখি। আক্রান্ত ১০টি শিশুর মধ্যে চারটির বেশি মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে বাস করে। সেভ দ্য চিলড্রেন সতর্ক করেছে যে জলবায়ু ও বৈষম্যের সঙ্কটগুলিকে জরুরিভাবে মোকাবেলা করা না হলে, মানবিক সংকটের তীব্রতা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।
জলবায়ু জরুরি অবস্থা ও বৈষম্যের সমস্যাগুলি গভীরভাবে সংযুক্ত এবং একে অপরের থেকে আলাদাভাবে মোকাবিলা করা যায় না। ভারতের ‘‌সেভ দ্য চিলড্রেন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুদর্শন সুচি বলেছেন, ‘‌আসাম, কেরালা এবং ঘূর্ণিঝড় প্রবণ ওড়িশায় আমরা যে ভয়ঙ্কর বন্যা দেখেছি তা প্রান্তিক জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি আঘাত করেছে। হাজার হাজার মানুষকে ক্ষুধার্ত ও গৃহহীন করেছে। এই ধরনের সংকট মানুষকে আরও গভীর দারিদ্র্যের দিকে ঠেলে দেয় এবং লক্ষ লক্ষ মানুষকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে।’‌ আগামী বছর G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ভারত। তার আগে দেশের সবচেয়ে দুর্বল শিশুরা এই সম্মেলনের সদস্যদের সামনে থাকা উচিত নয় বলে মনে করছেন সূচি।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!