- দে । শ
- এপ্রিল ২৭, ২০২৩
সুদান থেকে দেশে ফিরলেন পাঁচশো ভারতীয়
গৃহযুদ্ধে ফের বিধ্বস্ত হয়ে পড়া সুদান থেকে ৫৩০জনের বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গত মঙ্গলবার উদ্ধারের কাজ চালাতে কাজে নামানো হয় ভারতীয় বায়ুসেনার পণ্য পরিবহনকারী দুটি সি – ১৩০ জে এয়ারক্রাফটকে। এছাড়াও নৌ-বাহিনীর জাহাজ আইএনএস সু্মেধাকে উদ্ধারের কাজে লাগানো হয়। বুধবার ৫৩০জনের বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করে স্বদেশে ফেরানো হয়েছে। দিল্লিতে এসে পৌঁছেছেন ওঁরা।
ভারতে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়জয়কার করলেন সুদান ফেরত ভারতীয়রা। বর্তমানে সুদানে অশান্তি-হিংসা যে আকার নিয়েছে, তাতে প্রতিমুহূর্তে প্রাণভয়। প্রাণ নিয়ে দেশে ফিরতে পারা ওই ভারতীয়রা দেশে আসার পরে সমবেতভাবে স্লোগান দিয়েছেন, ‘ভারতীয় সেনা জিন্দাবাদ’, ‘ভারত মাতা কি জয়’, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ’। সুদান থেকে বেরিয়ে আসতে ভারত সরকার যে সহায়তা করেছে, তাতে তাঁরা শেষপর্যন্ত প্রাণভয় থেকে মুক্তি পেয়েছেন।
দেশে ফেরা ভারতীয়দের দেওয়া স্লোগানের ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদ মাধ্যম। ছবিতে মানুষের মুখে আতঙ্ক মুক্তির ছাপ স্বদেশে প্রত্যাবর্তনের পরে।
সুদানের আটক ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর কাজের তদারকি করেছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। বিদেশ প্রতিরক্ষা মন্ত্রী মুরলীধরন টুইট করে জানিয়েছেন, দেশে ফেরা ভারতীয়রা পরিবারের সদস্যদের কাছে ফিরে এসে এখন স্বস্তিতে। এজন্যে তিনি খুশি।
তবে এখনও বেশ কিছু সংখ্যক ভারতীয় সুদানে আটকে রয়েছেন। খারতুমের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সুদানে বসবাসকারী ভারতীয় নাগরিকের সংখ্যা ২ হাজার ৮০০ জনের কাছাকাছি। এক হাজারের বেশি ভারতীয় পরিবার সুদানে রয়েছে, যারা ১৫০ বছরের কাছাকাছি সময় সেদেশে বসবাস করছে। বিপন্ন এখন ওঁরাও।
সুদানে আটক ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে ভারত সরকার দ্রুত এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করেছে বলেই বিভিন্ন মহলের দাবি। কেন্দ্রেরও দাবি একই।
❤ Support Us