Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৩, ২০২৪

প্রবল ধুলো ঝড় ও বৃষ্টিতে বিপর্যন্ত মুম্বই। হোর্ডিং ভেঙে প্রাণ হারালেন ১৪ জন, আহত ৬০।ক্ষতিপূরণ ঘোষণা শিন্ডে সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রবল ধুলো ঝড় ও বৃষ্টিতে বিপর্যন্ত মুম্বই। হোর্ডিং ভেঙে প্রাণ হারালেন ১৪ জন, আহত ৬০।ক্ষতিপূরণ ঘোষণা শিন্ডে সরকারের

প্রবল ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই। সোমবার দুপুরে হঠাৎই শুরু হয় ধুলো ঝড়। কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। ধুলো ঝড় ও বৃষ্টির কারণ সমস্যায় বানিজ্যনগরীর সাধারণ মানুষ। ঝড়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। বিজ্ঞাপনের বোর্ডের নীচে চাপা পড়ে জখম হয়েছেন বেশ কয়েকজন।

এদিন দুপুর তিনটে নাগাদ ধুলো ঝড়ে আকাশ পুরো ঢেকে যায়। দৃশ্যমানতা কমতে শুরু করায় লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়োদৌড়ি শুরু করে। রাস্তায় আটকে পড়ে বহু যানবাহন। ঝড়ের তীব্রতা বাড়তেই গাছ ভেঙে পড়ে। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটিও। দৃশ্যমানতা একেবারে কমে যায়। যানবাহন থেমে যাওয়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। মুম্বই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। বিকেল ৫টার পর আবার বিমান ওঠানামা শুরু হয়। ধুলো ঝড়ের কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি।

ভেঙে পড়া বিজ্ঞাপনের বোর্ডের নীচে অনেকে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা উদ্ধার কাজ শুরু করে।৫৪ জন জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে ঘাটকোপার, বান্দ্রা কুরলা, ধারাভি এলাকায়। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধের পর বৃষ্টির প্রকোপ বাড়বে। পালঘর, ঠাণের মতো একাধিক এলাকায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারবর্কে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, ‘‌মানুষকে উদ্ধার করাই অগ্রাধিকার। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে। যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।’‌

হোর্ডিং নিয়ে রেল কর্তৃপক্ষ ও বিএমসি–র মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। বিএমসি–র দাবি, হোর্ডিংটি রেলের জমিতে ছিল এবং সেটা বেআইনিভাবে লাগানো হয়েছিল। রেল অবশ্য দাবি করেছে, সেটা তাদের জমিতে ছিল না। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক্স–এ এক পোস্টে বলেছেন, রাজ্য সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। আরে এবং আন্ধেরি ইস্টের মধ্যে একটা হোর্ডিং ওভারহেড তারে পড়ে যাওয়ার পর মেট্রো বন্ধ যায়। বলথানে এবং মুলুন্ডের মধ্যে ওভারহেডে খুঁটি বেঁকে যাওয়ায় শহরতলির ট্রেন চলাচল ব্যহত হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!