শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, 'একটি হাই স্কুলে পরপর তিনটি বিস্ফোরণ ঘটেছে।
আবার নাশকতার নিশানায় আফগানিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান। মঙ্গলবার বেলায় জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠল কাবুলের একাধিক স্কুল। বোমার আঘাতে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম বহু। তবে বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।পশ্চিম কাবুলের মুমতাজ স্কুল চত্বর থেকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। কেঁপে ওঠে গোটা এলাকা। দ্বিতীয় বিস্ফোরণের খবর মিলেছে দাস্ত-এ-বারচি এলাকার একটি স্কুল থেকে। তবে অন্য একটি সূত্রের খবর, একটি স্কুলেই পর পর তিনটি বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। জখম বহু। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
Six people killed, dozens injured as 2 blasts hit near schools in western Kabul
Read @ANI Story | https://t.co/BtAGfu6c39#Afghanistan #Kabul #Kabulblasts pic.twitter.com/vCQSZ6Gcr6
— ANI Digital (@ani_digital) April 19, 2022
স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে যাদের আনা হয়েছিল তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১৪ জন। এ প্রসঙ্গে কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, ‘একটি হাই স্কুলে পরপর তিনটি বিস্ফোরণ ঘটেছে। শিয়া সম্প্রদায়ভুক্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।’ কাবুলের যে অংশে বিস্ফোরণ হয়েছে সেখানে মূলত শিয়া সম্প্রদায়ের মানুষের বাস। মাঝেমধ্যেই এই এলাকায় নাশকতার ঘটনা ঘটে থাকে। এবার নাশকতার নিশানায় শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে এখনো অবধি এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তালিবানদের দাবি, আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তারা দেশটিকে সুরক্ষিত করেছে, তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন যে জঙ্গিবাদে পুনরুত্থানের ঝুঁকি এখনও রয়ে গেছে এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীটি বেশ কয়েকটি বড় হামলার দাবি করেছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34