- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৮, ২০২৪
কায়েমি স্বার্থে দেশের আইন বিভাগকে প্রভাবিত করার চেষ্টা, অভিযোগে চন্দ্রচূড়ের কাছে চিঠি ৬০০ আইনজীবির
রাজনৈতিক স্বার্থ দেশের আইন বিভাগকে প্রভাবিত করতে চাইছে স্বার্থান্বেষী গোষ্ঠী, এই অভিযোগেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে চিঠি দিলেন দেশের আইনজীবীদের একাংশ । হরিশ সালভে, মননকুমার মিশ্র, আদিশ আগরওয়ালা, উদয় হোল্লা এবং স্বরূপমা চতুর্বেদি, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ, হিতেশ জৈন, উজ্জ্বলা পাওয়ার সহ ৬০০ জন ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ।
চিঠিতে তাঁরা লিখেছেন, কায়েমি স্বার্থে একটা গোষ্ঠী বিচারবিভাগের উপর চাপ সৃষ্টি করছে, প্রভাব খাটাচ্ছে বিচার প্রক্রিয়ায়। যা আদালতের সম্মান ও সম্ভ্রমের জন্যও উদ্বেগজনক। গণতান্ত্রিক কাঠামো এবং বিচার প্রক্রিয়ার উপর যে আস্থা রয়েছে একাধিক পদক্ষেপে তা ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক ভাবে প্রভাবশালীদের বিচারে কোথাও কোথাও পক্ষপাতিত্বের চেষ্টাও হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা ।
৬০০ আইনজীবীদের ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, স্বার্থান্বেষী গোষ্ঠীর উদ্দেশ্যই হল আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করা । প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই গোষ্ঠী নিজেদের রাজনৈতিক সুবিধা এবং কৌশল অনুযায়ী বিচার বিভাগের সিদ্ধান্তগুলির নিন্দা কিংবা প্রশংসা করছে । এতে বিশ্বাস ও সম্প্রীতির বাতাবরণ বিঘ্নিত হচ্ছে ।
চিঠিতে স্বাক্ষরকারী আইনজীবীরা বলেছেন, এও দেখা যাচ্ছে কিছু আইনজীবী দিনে রাজনীতিকদের হয়ে আদালতে দাঁড়াচ্ছেন । রাতে তাঁরাই মিডিয়া, সোশাল মিডিয়ার মাধ্যমে বিচারপতিদের চাপে ফেলার কৌশল নিচ্ছেন বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সুপ্রিম কোর্ট, আর্জি জানিয়েছেন আইনজীবীরা ।
আইনজীবীদের চিঠির প্রত্তু্ত্যরে দেশের প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, অন্যকে খাঁটো করে দেখানো, সমালোচনা করা কংগ্রেসের ভিনটেজ সংস্কৃতি।পাঁচ দশক আগে তারাই ‘প্রতিশ্রুতিবদ্ধ বিচারব্যবস্থা’র আহ্বান জানিয়েছিলেন, নির্লজ্জভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে অন্যদের প্রতিশ্রুতি চায়, কিন্তু দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, দেশের ১৪০ কোটি লোক তাই তাদের প্রত্যাখ্যান করেছে।
❤ Support Us