Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

বীরভূমে আবার দল বদল।পাড়ুইয়ের হাটপুকুহাটরে তৃণমূলের ৬০০ কর্মীর হাতে লালপতাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
বীরভূমে আবার দল বদল।পাড়ুইয়ের হাটপুকুহাটরে তৃণমূলের ৬০০ কর্মীর হাতে লালপতাকা

বীরভূমে তৃণমূলের ভাঙন কি বাড়ছে ? সিপিএমের দাবি, বুথ সভাপতি সহ ৬০০ তৃণমূল কর্মী যোগ দিয়েছে সিপিএমে। এ সংখ্যা আরো বাড়তে পারে। বিশ্বাস বামপন্থীদের। কয়েকশকর্মীর দলত্যাগ কিংবা সিপিএমে যোগদানকে বিলকুল আমল দিচ্ছে না ঘাসফুল শিবির।

দিনকয়েক আগে, ১২ বছর পর মহিদাপুর এলাকায় সভা করে সিপিএম। তখন কিছুসংখ্যক কর্মী বাম শিবিরে এসে যোগ দেন। তারপর পাড়ুই থানার হাটপুকুর ডাঙায় সভা করে সিপিএম। এই সভায় বামপন্থীদের প্রতি আস্থা জানিয়ে তৃণমূল ছাড়লেন বুথ সভাপতিসহ ৬০০ কর্মী প্রকাশ্যে যোগ দিলেন সিপিএমে। তাঁদের অনেকেই অনগ্রসর সমাজের সদস্য এবং কৃষিজীবী। সভায় উপস্থিত ছিলেন সিপিএমের স্থানীয় নেতা বকুল গড়াই, জেলা কিমিটির সদস্য মানব রায়।

বাংলার বিভিন্ন জেলায় তৃণস্তরে দলবদলের দৃষ্টান্ত বিরল নয়। একসময় কংগ্রেস ছেড়ে হাজার হাজার কৃষক শ্রমিক বাম শিবিরে যোগ দিয়েছিলেন। এটা সত্তরের দশকের শেষের দিককার রেওয়াজ হয়ে উঠেছিল। এই শতাব্দীর গোড়ার দিকে বামপন্থাকে হঠাৎ আলবিদা জানানোর ঝোঁক বাড়ে।বাম জমানার শেষ পঞ্চায়েত ভোটের আগে পরে নিঃশব্দে সিপিএম তখনকার শাসক গোষ্ঠীকে কতটা উদ্বিগ্ন করেছিল, তা খতিয়ে দেখেনি সাম্প্রতিকালের রাষ্ট্রবিজ্ঞান। ২০১১ সালের ভোটের আগে বৃক্ষপতনের আওয়াজ শোনা যায়নি। ঔদ্ধত্য, আত্মতুষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে বঙ্গজনতা রায় দিল, রাজা যায়, রাজা আসে। বদলের প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতি ছড়িয়ে পড়ল মাঠে আর ময়দানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!