- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- আগস্ট ২৪, ২০২৩
জাতীয় পুরস্কার: আলিয়া ভাট, কৃতি স্যানন সেরা অভিনেত্রী, আল্লু অর্জুন সেরা অভিনেতা

আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। বিজয়ীদের তালিকা মোটামুটি হিন্দি ফিল্মের পাল্লা ভারী ছিল যার সাথে RRR ও বিশিষ্টভাবে বৈশিষ্ট্যযুক্ত। RRR হল ২০২২ সালের তেলেগু-ভাষায় তৈরী একটি মহাকাব্যিক অ্যাকশন ড্রামা ফিল্ম। আলিয়া ভাট এবং কৃতি শ্যানন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এবং মিমিতে তাদের অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন। ব্লকবাস্টার পুষ্প: দ্য রাইজের জন্য আল্লু অর্জুন সেরা অভিনেতা নির্বাচিত হন। তিনজন অভিনেতার জন্যই এটি প্রথম জাতীয় পুরস্কার। রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। কৃতির মিমির সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা জিতেছেন এবং পল্লবী যোশী দ্য কাশ্মীর ফাইলে তাঁর ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যা জাতীয় সংহতিতে সেরা চলচ্চিত্র পুরস্কারও জিতেছে। পঙ্কজ ত্রিপাঠি এবং পল্লবী যোশী দুজনেই এর আগে বিশেষ পুরস্কার জিতেছেন।
RRR সেরা জনপ্রিয় চলচ্চিত্র সহ একাধিক পুরস্কার জিতেছে। এটি সেরা সঙ্গীতের পুরষ্কার ভাগ করে এবং কালা ভৈরব নাটু নাটুর জন্য সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার জিতেছে; সেরা মহিলা প্লেব্যাক গায়িকার পুরস্কার জিতেছেন শ্রেয়া ঘোষাল। গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এবং সরদার উধম, যেটি সেরা হিন্দি চলচ্চিত্র নামে পরিচিত, এছাড়াও বেশ কয়েকটি পুরষ্কার জিতেছে – গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি অন্যান্য সম্মানের মধ্যে সেরা চিত্রনাট্য জিতেছে। শেরশাহ পেয়েছেন বিশেষ জুরি পুরস্কার। চলচ্চিত্র নির্মাতা কেতন মেহতা ফিচার ফিল্ম পুরস্কারপ্রাপ্তদের ঘোষণা করেন। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পরে ঘোষণা করা হবে।
বছরের শেষের দিকে একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পুরস্কারগুলি তুলে দেবেন৷ গত বছরের বিজয়ীদের মধ্যে রয়েছে সুরিয়া এবং অজয় দেবগন যাঁরা সোরারাই পোত্রু এবং তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এ তাঁদের ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছিলেন। সুরিয়ার সহশিল্পী অপর্ণা বালামুরালি।
❤ Support Us