শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ফের ভূমিকম্প নিউজিল্যান্ডে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের উত্তরে কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এদিন সকালে ভূকম্পনের পরে সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম।
এদিনের ভূকম্পনের পরে এপর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম ভূকম্পনের পরেই সুনামি সতর্কতা জারি করে। পরে নিউজিল্যান্ড জানিয়েছে, অযথা আতঙ্কের কোনও কারণ নেই। সুনামির কোনও সম্ভাবনা নেই বলেও আশ্বস্ত করা হয়েছে।
এদিনের ভূকম্পনের কেন্দ্রস্থল মাটি ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কেরমাডেক দ্বীপপুঞ্জটি জনবসতিহীন এলাকা।
নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ ভূকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। গত ৪ মার্চ নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পরে এদিন ফের ভূকম্পনের জেরে একই এলাকা কেঁপে উঠেছে। তবে ৪ মার্চের ভূকম্পনের পরেও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রসঙ্গত, ৪ মার্চ এই এলাকায় ভূকম্পনের মাত্রা নিয়ে দ্বিমত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের মতে, রিখটার স্কেলে ওই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি-র মতে, ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। এর আগের ভূকম্পনেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়।
নিউজিল্যান্ডে ভূমিকম্প অবশ্য নতুন কোনও ঘটনা নয়। বরং বছরভর ঘনঘন ভূকম্পনের ঘটনা লেগেই রয়েছে। জানা গিয়েছে, প্রতিবছর নিউজিল্যান্ডজুড়ে কয়েক হাজার ভূমিকম্প হয়।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34