- এই মুহূর্তে দে । শ
- জুন ১৫, ২০২৪
ছত্তিশগড়ের জঙ্গলে যৌথবাহিনীর অভিযান। নিহত আট মাও সমর্থক। প্রাণ হারালেন এক জাওয়ান, আহত দুই
সেনা মাওবাদী সংঘর্ষে ফের উত্তাপ ছড়ালো ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্তের নারায়ণপুর জেলায়। শনিবার সকালে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা অবুঝমাড়েতে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আট সিপিআইএমএল (মাওবাদী) সদস্যের । প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক জওয়ান । গুরুতর জখম দুই ।
ছত্তিশগড় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, নিষিদ্ধ মাও গেরিলা বাহিনী নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানাবর্তী অঞ্চলে তাদের কার্যকলাপ বাড়াচ্ছে, গোপন সূত্রে এই খবর পেতেই রাজ্যে পুলিশের মাও দমন শাখা, কেন্দ্রীয় আধাসেনা এবং ডিসট্রিক্ট রিজার্ভ ফোর্স একযোগে তল্লাশি অভিযান শুরু করে । সকালেই শুরু হয় গুলির লড়াই । পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে আরও সেনা পাঠানো হচ্ছে সেখানে ।
লোকসভা ভোট মিটতেই, মাওবাদী দমেন তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী । ছত্তিশগড় বক্সার অঞ্চলে শুরু হয়েছে ধারাবাহিক অভিযান । এর আগেও সেই রাজ্যের দক্ষিণাঞ্চলে সেনার গুলিতে নিহত হয়েছেন পাঁচ মাও সমর্থক ।
❤ Support Us