ইডেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। দলের ২৫ রানের মাথা আউট হন অক্ষজ গিরি (১১)। এরপর অঙ্কিত চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান আশুতোষ কুমার। দুজনের জুটিতে ওঠে ১৫২ রান। আশুতোষের তুলনায় অঙ্কিত অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন। ১১৫ বলে ১০৮ রান করে আউট হন অঙ্কিত। বিশাল ভাটি (১৫), অগ্নিশ্বর দাস (৫) রান পাননি। অধিনায়ক চন্দ্রহাস দাশ ২৪ রান করে আউট হন। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলা তুলেছে ২৯২/৫। ২৪৪ বলে ১১৩ রান করে ক্রিজে রয়েছেন আশুতোষ কুমার। সঙ্গে রয়েছেন অভিপ্রায় বিশ্বাস (অপরাজিত ১১)। মুম্বইয়ের হয়ে হৃষিকেশ গোর এবং হর্ষ ডি মোর দুটি করে উইকেট নেন।
অঙ্কিত ও আশুতোষের ব্যাটিংয়ে দারুণ খুশি বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী। তিনি বলেন, ‘আশুতোষ এবং অঙ্কিত দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছে। ভাল দলের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। ওদের পারফরমেন্সে আমি খুশি। শুরুর দিনটা ভাল হল। আমাদের এই খেলাটাই চালিয়ে যেতে হবে।’