Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৭, ২০২৪

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য জাতীয় শিবিরে মোহনবাগানের ৮

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য জাতীয় শিবিরে মোহনবাগানের ৮

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য জাতীয় শিবিরের জন্য দ্বিতীয় দফার প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক। ১৫ জনকে শিবিরে ডাকা হয়েছে। দ্বিতীয় দফার দলে মোহনবাগান থেকে ডাক পেলেন ৮ জন ফুটবলার।
আগেই ২৬ জনকে শিবিরে ডেকেছিলেন ইগর স্টিম্যাক। সেই দলে আইএসএল ফাইনাল খেলা মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি–র কোনও ফুটবলারকে ডাকেননি। আইএসএল ফাইনালের পর এই দুই দলের ফুটবলারদের শিবিরে ডেকেছেন। মোহনবাগান থেকে ডাক পাওয়া ৮ ফুটবলার হলেন আনোয়ার আলি, সাহাল আব্দুল সাহাল, শুভাশিস বোস, বিশাল কাইথ, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো ও মনবীর সিং।
প্রথম দফায় যে ২৬ জন ফুটবলারকে শিবিরে ডেকেছিলেন স্টিম্যাক, তাঁদের নিয়ে ১০ মে ভুবনেশ্বরে প্রশিক্ষণ শুরু করবেন। দ্বিতীয় তালিকা ডাক পাওয়া ১৫ জন ফুটবলার ১৫ মে শিবিরে যোগ দেবেন। মোট ৪১ জন ফুটবলারকে নিয়ে শিবির চলবে। ৪ সপ্তাহের শিবির চলবে।
৬ জুন কলকাতায় কুয়েতের মুখোমুখি হবে ভারত। ১১ জুন খেলবে কাতারের বিরুদ্ধে। বর্তমানে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপের শীর্ষ দুটি দল ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপে টিকিট পাবে। পরের রাউন্ডে যেতে গেলে বাকি দুটি ম্যাচে জিততেই হবে ভারতকে।
শিবিরে ডাক পাওয়া ফুটবলাররা হলেন
গোলরক্ষক:‌ অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু, টেম্পা লাচেম্পা, বিশাল কাইথ।
ডিফেন্ডার:‌ ‌অময় রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মহম্মদ হাম্মাদ, নরেন্দ্র গেহলট, নিখিল পুজারি, রোশন সিংহ, আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহেতাব সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস।
মিডফিল্ডার:‌ ব্রেন্ডন ফার্নান্ডেজ, এডমুন্ড লালরিনডিকা, ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, জিকসন সিংহ, নওরেম মহেশ সিং, মহম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিংহ, ভিবিন মোহন, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, রালতে, ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড:‌ ডেভিড, জিতিন মাদাথিল, লালরিনজুয়ালা, পার্থিব গগৈ, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, রহিম আলি, সুনীল ছেত্রি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!