Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৭, ২০২৩

দূর্গা পুজোয় তিলোত্তমায় ভিড় সামলাতে থাকছে ৮ হাজার পুলিশকর্মী, মোট ৫১টি ওয়াচ টাওয়ারে মুড়ছে শহর

আরম্ভ ওয়েব ডেস্ক
দূর্গা পুজোয় তিলোত্তমায় ভিড় সামলাতে থাকছে ৮ হাজার পুলিশকর্মী, মোট ৫১টি ওয়াচ টাওয়ারে মুড়ছে শহর

দূর্গা পুজো শুধুমাত্র পুজোর গন্ডি পেরিয়ে ক্রমেই উৎসবের পরিমণ্ডলে প্রবেশ করে চলেছে। আর তার ফলে দূর্গা পুজোকে কেন্দ্র করে কলকাতা একটি রঙিন ক্যানভাসে পরিণত হচ্ছে। তিলোত্তমা কলকাতায় এখন একেকটা পুজো পুজো মণ্ডপ একেকজন শিল্পীর শিল্প নৈপুণ্যে সেজে ওঠে। তাই দূর্গা পুজোকে কেন্দ্র করে এই শিল্পকর্ম দেখতে মানুষ এসব এখন মহালয়ার পর থেকেই রাস্তায় নেমে পরে, দুচোখ খুঁজে বেড়ায় কোথায় কি দেখা যায় তার সন্ধান। এর ফলে মহালযার পর থেকেই কলকাতার রাজপথ হয়ে ওঠে জনঅরণ্য।
মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ জেলার বেশিরভাগ পুজো উদ্বোধন করতেই  বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন। একদিকে যেমন পুজোর কেনাকাটা চলছে অন্যদিকে তেমন চলছে পুজো প্যান্ডেল দেখা।

দুর্গাপুজো এখনও হাতে গোনা চারদিন বাকি। তার মধ্যেই মারাত্মক ভিড়ের জেরে রাজপথ এক কথায় যানজটে পরিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন প্যান্ডেলে মানুষের লম্বা লাইন সামলাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। হাতিবাগান থেকে টালিগঞ্জ ভিড়ে চিরেচ্যাপ্টা হওয়ার জোগাড়। এখনও বহু মণ্ডপে প্রতিমা আসেনি। কিন্তু মণ্ডপ দেখতেই ভিড় জমাচ্ছেন মানুষজন। আর তার ফলে ট্রাফিক জ্যাম বাড়ছে। মেট্রোতেও মারাত্মক ভিড় হচ্ছে। এমন অনেক মানুষ আছেন যাঁরা নিয়মিত রাস্তায় বার হন না। পুজোর সময় তাঁদের একটা বড় অংশও রাজপথে বেরিয়ে পড়েন, কেউ কেনাকাটি করতে কেউ ঠাকুর দেখতে।

কল্লোলিনী তিলোত্তমার এই  পরিস্থিতি সামলাতে বিপুল পরিমাণ পুলিশকে এবার পুজোর ভিড় সামলাতে নামাচ্ছে প্রশাসন। তার উপর ব্যাপক নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে তিলোত্তমা কলকাতাকে। শ্রীভূমি স্পোর্টিং, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ,নাকতলা উদ্যান সংঘ সহ নানা দুর্গাপুজোর মণ্ডপে এখনই উপচে পড়ছে ভিড়। সেখানে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরিস্থিতি কোন জায়গায় যাবে তা ভেবে কপালে ভাঁজ পড়ছে পুলিশের। দুর্গাপুজোয় আলোয় আলোকিত তিলোত্তমায় রাতভর আড্ডা, খাওয়াদাওয়া চলতে থাকে। তাই আনন্দের উৎসবে নিরাপত্তা জোরদার করতে ময়দানে নামছে কলকাতা পুলিশও। দুর্গাপুজোর দিনগুলি কড়া পুলিশি নজরদারিতে থাকবে কলকাতা। পুজোয় জনশাসন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “একাধিক নেতা-নেত্রী পাইলট লাগিয়ে দুর্গাপুজো দেখতে যান। এটায় আমাদের আপত্তি নেই। কিন্তু তার জন্য রাস্তা বন্ধ করা হবে না। কোনওরকম বিশেষ কেয়ার যেন না হয়। আমি যদি কোনও রাস্তা বন্ধ দেখতে পাই তাহলে নিজেই অ্যাকশন নেব।”

পুলিশ সূত্রে জানা গেছে, চতুর্থী অর্থাৎ বুধবার থেকেই কলকাতায় পুলিশি নজরদারি বাড়ান শুরু হবে। ভিড় সামলাতে চতুর্থীর দিন শহরে থাকছে ৪ হাজার পুলিশ কর্মী। আর পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন থাকবে ৮ হাজার পুলিশকর্মী, ঠিক চতুর্থীর দ্বিগুন পুলিশি নজরদারি। নিরাপত্তা থেকে যানজট সবই সামলাতে এই পরিমাণ পুলিশও কী পর্যাপ্ত? কারণ জেলা থেকে মানুষ আসবেন কলকাতায়। সারারাত বাস, ট্রেন, মেট্রো চলাচল করবে। তাই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য থাকবেন ৬ হাজার পুলিশ। এছাড়া গোটা শহরটি নজরে রাখতে ৫১টি ওয়াচ টাওয়ার থাকবে।

এই বিপুল পরিমাণ পুলিশ কর্মীর পাশাপাশি ১৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন। ৮২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন। ২০০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রাখা হচ্ছে নজরদারিতে। ৩০টি অ্যাম্বুলেন্স শহরে ছড়িয়ে রাখা থাকবে। ১৬টি ক্যুইক রেসপন্স টিম শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!