- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৮, ২০২৩
মহিলাদের আইপিলের নিলামে এপার বাংলার ১২, ওপার বাংলার ৯

৪ মার্চ থেকে শুরু হবে মহিলাদের আইপিএল। চলবে ২৬ তারিখ পর্যন্ত। প্রথমবার ৫টি দলকে নিয়ে প্রতিযোগিতা হবে। ২২টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ১৩ ফেব্রুয়ারি দুপুর ২.৩০ থেকে মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। সর্বাধিক ৯০ জন ক্রিকেটার জায়গা পেতে পারেন ৫টি ফ্র্যাঞ্চাইজিতে। মোট ১৫২৫ জন ক্রিকেটার মহিলাদের আইপিএলে খেলার জন্য নাম নথিভূক্ত করেছিলেন। তাদের মধ্যে থেকে ৪০৯ জনকে বেছে নেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মহিলাদের প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহী ১৫২৫ জন ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নথিভূক্ত করেছিল। তার মধ্যে থেকে ৪০৯ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। এই ৪০৯ জনের মধ্যে ২৪৬ জন ভারতীয়। অ্যাসোসিয়েট দেশের ৮ জনসহ ১৬৩ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। বিভিন্ন দলে সর্বাধিক ৩০ জন বিদেশি ক্রিকেটার জায়গা পেতে পারে।’
মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ২৪ জন ক্রিকেটারের নাম রয়েছে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, ভারতের অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক শেফালি ভার্মা, রিচা ঘোষ, রেণুকা সিং, জেমাইমা রডরিগেজ, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, স্নেহ রানা। ৫০ লক্ষ টাকার বেস প্রাইস রাখার সিদ্ধান্ত নিয়েছেন ১৩ জন বিদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন এলিসে পেরি, সোফি এক্লেস্টোন, সোফি ডিভাইন, ডিয়ান্ড্রা ডটিনের মতো তারকারা। ৪০ লক্ষ টাকার বেস প্রাইস রয়েছে ৩০ জন ক্রিকেটারের।
বাংলা থেকে দীপ্তি ও রিচার পাশাপাশি নিলামে ভাগ্য নির্ধারিত হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা তিতাস সাধু ও বিশ্বকাপজয়ী দলের সদস্য হৃষিতা বসু। তাঁদের বেস প্রাইস ১০ লক্ষ টাকা। এ ছাড়াও প্লেয়ার অকশনের তালিকায় নাম রয়েছে সুকন্যা পারিদা (৩০ লক্ষ টাকা), গৌহের সুলতানা (৩০ লক্ষ টাকা), ধারা গুজ্জর (১০ লক্ষ টাকা), ষষ্ঠী মণ্ডল (১০ লক্ষ টাকা), পর্ণা পাল (১০ লক্ষ টাকা), ঝুমিয়া খাতুন (১০ লক্ষ টাকা), মিতা পাল (১০ লক্ষ টাকা), সাইকা ইশাক (১০ লক্ষ টাকা)।
বাংলাদেশ থেকে এই নিলামে জায়গা পেয়েছেন মোট ৯ ক্রিকেটার। এরা হলেন, জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি ও সোবহানা মুশতারি। এই ৯ ক্রিকেটারের মধ্যে সালমা ও রুমানার বেস প্রাইস সবথেকে বেশি, ৪০ লক্ষ টাকা।
❤ Support Us