Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

কানাডায় সক্রিয় ভারতবিরোধী ৯ জঙ্গি গোষ্ঠী, দিল্লির অনুরোধে গুরুত্ব দেয়নি ট্রুডো সরকার!

আরম্ভ ওয়েব ডেস্ক
কানাডায় সক্রিয় ভারতবিরোধী ৯ জঙ্গি গোষ্ঠী, দিল্লির অনুরোধে গুরুত্ব দেয়নি ট্রুডো সরকার!

ভারত-কানাডা বিবাদ খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় চরমে উঠেছে। এবার  কানাডা প্রশাসনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল ভারত। দিল্লির দাবি, খলিস্তাপন্থী জঙ্গিদের সমর্থনকারী ৯টি বিচ্ছিন্নতবাদী সংগঠনের অস্তিত্ব রয়েছে কানাডায়। ভারতের একাধিক অনুরোধের পরেও ওই ৯ জঙ্গি গোষ্ঠীর  বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ট্রুডো সরকার। অথচ পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুন-সহ একাধিক অপরাধে অভিযুক্ত রয়েছে ওই সংগঠনের সদস্যরা।

এদিকে ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন, খলিস্তান টাইগার ফোর্স, শিখস ফর জাস্টিস-এর মতো বড় জঙ্গি সংগঠনগুলো কানাডায় থেকে পাকিস্তানের নির্দেশে কাজ করে বলে ভারতের দাবি। ভারত সরকারের দাবি, খলিস্তানি জঙ্গি তথা কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। আরও বলা হয়েছে, একাধিক কূটনৈতিক এবং নিরাপত্তা আলোচনায় ‘ওয়ান্টেড’ জঙ্গি এবং গ্যাংস্টারদের ভারতের ফেরানোর বিষয়ে বলা হলেও কানাডা তাতে সম্মত হয়নি।

দিল্লির দাবি, এই মুহূর্তে কমপক্ষে ৯টি ভারতবিরোধী জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে কানাডায়। এদের মধ্যে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলে। আইএসআই-এর “ব্লুএপ্ৰিন্ট”-এই কাজ করে এই সংগঠনগুলি। ভারত সরকারের আবেদনের পরেও  তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না ট্রুডো প্রশাসন। জঙ্গিরা সাধারণ নাগরিকদের মতোই কানাডায় বসবাস করছেন। নয়ের দশকের গোড়ার দিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত গুরবন্ত সিং-সহ বেশ কয়েকজনকে ভারতে ফেরানোর অনুরোধ করেছিল দিল্লি। যদিও আজ অবধি তা বাস্তবায়িত হয়নি। ইন্টারপোলের রেড কর্নার নোটিসের পরেও জঙ্গি হস্তান্তরের বিষয়ে রাজি হয়নি কানাডা। তবে এই ইস্যুতে ভারত এবার কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!