Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৫, ২০২৪

সহস্র তাল অভিযানে প্রাণ হারালেন ৯ অভিযাত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
সহস্র তাল অভিযানে প্রাণ হারালেন ৯ অভিযাত্রী

উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে পথ হারিয়ে ৯জন অভিযাত্রী প্রাণ হারালেন। ২২ সদস্যের একটি দল সহস্ত্র তাল অভিযানে গিয়ে খারাপ আবহাওয়ার কবলে পড়ে। মৃত ৯ ব্যক্তি ওই দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।

হারিয়ে যাওয়া অভিযাত্রীদের খোঁজে আকাশ-স্থল দুই পথেই উদ্ধারকার্য শুরু করা হয়। উদ্ধার হন ১৩ অভিযাত্রী।উদ্ধারকার্যে ব্যবহৃত হেলিকপ্টারটিও খারাপ আবহাওয়ার সম্মুখীন হয় ।ফলে ব্যহত হয় কাজ। দুটি কপ্টার ও রাজ্যের নিয়ন্ত্রণাধীন দুর্যোগ মোকাবিলা দফতর এ কাজে নিযুক্ত ছিল।

সহস্রা তাল ট্রেক হল উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের তেহরি জেলায় অবস্থিত ১৫,০০০ ফুট উচ্চতার পথ।ব্রহ্মকমলের জন্য বিখ্যাত এই অঞ্চল । ২৪ কিলোমিটারের আউট-এন্ড-ব্যাক ট্রেইলটি সম্পূর্ণ করতে ১০ ঘন্টা সময় লাগে।সহস্র তাল গাড়োয়াল বিভাগের বৃহত্তম হ্রদ। বিপদ সংকুল এপথেই রওনা দিয়েছিলেন ২২ সদস্যের ওই অভিযাত্রী দল।

উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘৪ জুন এসডিআরএফ দল জেলার ভাটওয়ারি ব্লকে নিখোঁজ ট্রেকারদের সম্পর্কে জানতে পারে। দলের ২২ জন ট্রেকিং সদস্য খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হন। খবর পাওয়ার পর প্রশাসন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়। জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ মেহেরবান সিং বিশত অবশিষ্ট ট্রেকারদের বাঁচাতে উদ্ধারকারী দলকে এই অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন।এসডিআরএফ, বন বিভাগ ও পুলিশ আধিকারিকদের সমন্বয়ে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল সেখানে উদ্ধার অভিযানে যান। ২২ জন অভিযাত্রীদের মধ্যে ১৮ জন কর্ণাটকের, একজন মহারাষ্ট্রের ও বাকি তিনজন স্থানীয় গাইড ছিলেন। বাকি ট্রেকারদের বাঁচাতে যৌথ উদ্ধার অভিযান চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!