Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ৩০, ২০২৪

জীবনস্পৃহায় পরাজিত বয়স, দুবাইয়ে হুকস্টেপ আর কন্ঠে মাতালেন ৯১ এর আশা

আরম্ভ ওয়েব ডেস্ক
জীবনস্পৃহায় পরাজিত বয়স, দুবাইয়ে হুকস্টেপ আর কন্ঠে মাতালেন ৯১ এর আশা

‘Age is just a number’ – এই প্রবাদের জলজ্যন্ত উদাহরণ আশা ভোঁসলে। কে বলবে তার বয়স এখন ৯১! সোমবার দুবাইয়ে লাইভ শো চলাকালীন ‘তওবা তওবা’ শুধু গেয়ে নয় নাচের স্টেপ দিয়েও মাতিয়ে দিলেন দর্শকদের।ভিকি কউশলকে নাচে টেক্কা দিলেন ৯১ বছরের লেজেন্ডারি সঙ্গীতশিল্পী। হুহু করে ভাইরাল হয় সে ভিডিও। এই বয়সে এসেও তার এনার্জি দেখে মুগ্ধ, উচ্ছসিত নেটিজেন অনুরাগীরা। তিনি বুঝিয়ে দিলেন বয়স তার যতই হোক তিনি এখন ট্রেন্ড চেনেন।

এক ব্যক্তি ইনস্টাতে লেখেন, ” ‘২০২৪ সালের আমার বিঙ্গো কার্ডে মোটেও এটা ছিল না যে আমি আশা ভোঁসলেকে খালি তওবা তওবা গাইতে শুনব সেটাই নয়, তাতে নাচতেও দেখব। লিজেন্ডারি।’ আরেকজন লেখেন, ‘ কী মিষ্টি করে নাচলেন !’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘ভুললে হবে না উনি যা করছেন সবটাই ৯১ বছর বয়সে। আমি ৬০ বছর বয়সী এমন অনেক লোককে চিনি যাঁরা ওই বয়সে ঠিক ভাবে হাঁটতেও পারেন না। আর এদিকে উনি সবটা কী দারুণ ভাবে করছেন। সত্যিই যেন রানি !’

 

View this post on Instagram

 

A post shared by KadaK FM (@kadakfm)

চলতি বছরের জুলাই মাসে আনন্দ তিওয়ারির পরিচালনায় ‘ব্যাড নিউজ়’ ছবিটি মুক্তি পায়। ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটি বক্স অফিসে সফল না-হলেও করণ অওজলার কণ্ঠে এই ছবির ‘তওবা তওবা’ গানটি জনপ্রিয় হয়ে ওঠে। গানটির সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে ভিকি কৌশলের নাচও। ইন্সটাগ্রামে আশার ভিডিও ভাইরাল হলে চোখে পড়ে করণের, ভিডিয়োটি পোস্ট করে করণ লেখেন, ‘‘আমার যখন ২৭ বছর বয়স, তখন গানটি লিখেছিলাম। উনি ৯১ বছর বয়সে এসেও আমার চেয়ে ভাল গাইছেন।’’

করণ আরও লেখেন, ‘‘আশাজি সঙ্গীতের দেবী। ‘তওবা তওবা’ গানটি তিনি পারফর্ম করেছেন। এই গানটি এমন এক কিশোরের লেখা যার বড় হয়ে ওঠা ছোট্ট এক গ্রামে। কখনও সঙ্গীত নিয়ে প্রশিক্ষণ নেয়নি, বাদ্যযন্ত্র নিয়ে যার বিন্দুমাত্র পুঁথিগত বিদ্যা নেই। সে কোনও বাদ্যযন্ত্র বাজাতও না। অথচ সুর বেঁধে ফেলল। সঙ্গীতপ্রেমীদের পাশাপাশি সঙ্গীত শিল্পীরাও এই গানের প্রশংসা করেছেন। কিন্তু আজ মনে হচ্ছে, আমার জীবন সার্থক হল। কোনও দিনও এই মুহূর্ত ভুলতে পারব না আমি। আমি সত্যিই কৃতজ্ঞ। আগামী দিনে আরও নতুন সুর, নতুন মুহূর্ত তৈরি করার প্রেরণা পেলাম যেন।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!