- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২২, ২০২৬
অস্কার মনোনয়ন: ‘হোমবাউন্ড’ না ‘কান্তারা’? দৌড়ে এগিয়ে কোন ভারতীয় সিনেমা? চোখ রাখুন সন্ধ্যা ৭টায়
বিশ্বসিনেমার জগতে ঐতিহ্যবাহী অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার-এর উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। ৯৮তম মনোনয়নের জন্য গণনা শুরু হয়ে গেছে। আজ, ২২ জানুয়ারি, রাত ৭টায় ভারতীয় সময় অনুযায়ী উন্মোচন হবে সেই বহুকাঙ্খিত তালিকা, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের চলচ্চিত্র প্রেমীরা। গোল্ডেন গ্লোবস এবং ক্রিটিক্স’ চয়েস অ্যাওয়ার্ড ইতিমধ্যেই এই বছরের পুরস্কার মরসুমকে রঙিন করেছে, এখন সবার নজর অস্কারের দিকে। এবারের মনোনয়নে সকলের বিশেষ নজর রয়েছে ভারতীয় ছবি ‘হোমবাউন্ড’-এর ওপর।
৯৮তম অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন জানানো হবে, আজ, বৃহস্পতিবার, ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায়। ভারতীয় দর্শকরা একাডেমির অফিসিয়াল প্ল্যাটফর্ম Oscar.com এবং Oscar.org-এর মাধ্যমে লাইভ ঘোষণা দেখতে পারবেন। এছাড়াও, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ একাডেমির সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাইভ স্ট্রিম উপলব্ধ থাকবে। এছাড়াও, ABC-এর Good Morning America, ABC News Live, Disney+ এবং Hulu-তেও সরাসরি সম্প্রচার হবে। মনোনয়ন অনুষ্ঠান উপস্থাপনা করবেন ড্যানিয়েল ব্রুকস এবং লুইস পুলম্যান, তাঁরা সকল বিভাগের তালিকা ঘোষণা করবেন। আর ১৫ মার্চে ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান, যেখানে অস্কারের স্বর্ণপদক জয়ী হবেন প্রতিটি বিভাগের বিজয়ীরা।
মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি ইতিমধ্যেই ১২টি মূল বিভাগে শর্টলিস্ট প্রকাশ করেছে। তাই এবারের অস্কার প্রতিযোগিতা হতে চলেছে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে নীরজ ঘায়ওয়ান-এর পরিচালিত ‘হোমবাউন্ড’ অন্তর্ভুক্ত হওয়ায় আশায় বুক বাঁধছেন অগুনতি ভারতীয়। এ বছর কিছু সিনেমা সব বিভাগের প্রতিযোগিতায় বিশেষভাবে নজর কেড়েছে। ১৪টি মনোনয়ন নিয়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’, অ্যানাদার ১৩টি মনোনয়ন নিয়ে তার কাছাকাছি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট‘ মার্টি সুপ্রিম’ ইত্যাদি সিনেমাও খুব একটা পিছিয়ে নেই। তবে, প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি ইতিমধ্যেই গোল্ডেন গ্লোবসহ বিভিন্ন প্রধান পুরস্কার জিতেছে এবং অস্কারে ৪টি অভিনয় বিভাগে মনোনয়নের সম্ভাবনা রয়েছে। চলতি বছর মোট ২৪টি বিভাগে বিজয়ীরা ঘোষণা করা হবে, যার মধ্যে এবার প্রথমবার সেরা কাস্টিং বিভাগও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে যে কোনো সিনেমার অভিনয়শিল্পীদের নির্বাচন করা হবে।
এইবারের ৯৮তম অস্কার মরসুমে ভারতও তার উপস্থিতি শক্তিশালীভাবে জানাচ্ছে। প্রাথমিক শর্টলিস্টে শুধু ‘হোমবাউন্ড’ নয়, তালিকায় জায়গা পেয়েছে আরও কয়েকটি ভারতীয় সিনেমা। ‘কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ১, ‘তানভি দ্য গ্রেট’, ‘মহাবতার নরসিমহা’, ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ এবং মারাঠি সিনেমা ‘দশাবতার’। সব সিনেমাই ‘সেরা সিনেমা’ বিভাগের জন্য মনোনীত, অর্থাৎ সেরা চলচ্চিত্রের জন্য প্রতিযোগিতা করছে, যেখানে আন্তর্জাতিক মানের সঙ্গে ভারতীয় সিনেমা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘হোমবাউন্ড’ ছবিতে ইশান খট্টার, বিষাল জেথওয়া এবং জানভি কাপুরের অভিনয় ইতিমধ্যেই নিজগুণে সমুজ্জ্বল। নেটফ্লিক্সে-এ মুক্তির পর থেকেই এ সিনেমা সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। এবারের অস্কার মনোনয়নে যদি ‘হোমবাউন্ড’ নাম উঠে আসে, তাহলে তা শুধু ভারতীয় সিনেমার জন্য নয়, পুরো দেশজুড়ে আনন্দ ও গর্বের ঢেউ তুলবে। অতএব, আজ রাত ৭টা। চোখ রাখুন পর্দায়, অপেক্ষা করুন সেই মুহূর্তের জন্য যখন জানা যাবে কে এসেছে মনোনয়নের তালিকায়, আর কার স্বপ্ন হয়ে উঠল অস্কার জয়ের দিকে এক ধাপ এগিয়ে।
❤ Support Us








