Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২১, ২০২৪

রাজ্যের চার জেলাশাসক বদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের চার জেলাশাসক বদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন

পুলিশের ডিজির পর এবার চার জেলার জেলাশাসকে বদলির নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজ্যের প্রশাসনিক পদে রদবদল শুরু করেছে ইসিআই । নিরপেক্ষ নির্বাচন করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তারা ।

বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে দুই কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু বৈঠকে বসেন । তারপরই এই পদাধিকারীক বদলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ডিএমদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে ।

বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি । পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের দায়িত্বে ছিলেন যথাক্রমে বিধান রায়, সুনীল আগরওয়াল এবং তনভির আফজল ।

পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, পঞ্জাব ও ওড়িশার বিভিন্ন জেলার একাধিক জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছে । এর আগে বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবদেরও পদবদলি হয়েছে । সোমবারই এরাজ্যে পুলিশের ডিজি রাজীবকুমারকে সরিয়ে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয় বিবেক সহায়কে । তার ২৪ ঘণ্টা পরেই সেই দায়িত্বে আসেন সঞ্জয় মুখোপাধ্যায় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!