Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১০, ২০২৪

মমতার ‘সমন্বয় বার্তা’ নিয়ে হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের পাঁচ সাংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতার ‘সমন্বয় বার্তা’ নিয়ে হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের পাঁচ সাংসদ

গত শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে হরিয়ানায় প্রতিনিধি পাঠাচ্ছেন তিনি। সেই মোতাবেক, আজ সোমবার পাঁচ সদস্যের প্রতিনিধি পাঠাল তৃণমূল। এই দলে রাজ্যসভার সাংসদ  দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে ছিলেন। হরিয়ানার খানাউরি সীমান্তে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁরা। এছাড়াও দিল্লি- হরিয়ানা সীমান্তের একাধিক গ্রামে যান তাঁরা।

প্রধানমন্ত্রী রূপে শপথ নেওয়ার পর প্রথমে ‘কৃষক নিধি’ ফাইলে স্বাক্ষর করেন নরেন্দ্র মোদি। জাতীয় রাজনীতিতে কৃষক আন্দোলন যে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, তা শাসক বিরোধী দুপক্ষ বিলক্ষণ বুঝতে পারছেন।এর আগে, দেশজোড়া কৃষক আন্দোলনের সময়, হরিয়ানার সিঙ্গু সীমান্তে প্রতিনিধি দল পাঠিয়েছিল ঘাসফুল শিবির ।এবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রীসভার শপথ গ্রহণের পরদিনই দোলা সেনদের , কৃষকদের সঙ্গে এমন সাক্ষাতের পিছনে কি কোনও রাজনৈতিক কৌশল আছে ? এমন বিষয়ে শনিবারই,বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশে উৎপন্ন কৃষিজ পণ্য কেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত দাম সুনিশ্চিত করা সহ কৃষকদের অন্যান্য দাবি দাওয়ার সমর্থন জানাতেই তাঁর দল প্রতিনিধি পাঠাচ্ছে হরিয়ানায়। তিনি বলেন তাঁর দল সবসময় সমন্বয় রেখে চলার পক্ষপাতী। এদিন টেলিফোনে আন্দোলন রত কৃষকদের সঙ্গেও কথা বলেন তিনি । মমতা বন্দোপাধ্যায় এদিন কৃষকদের বলেছেন ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করবেন। গত ১৩ ফেব্রুয়ারি থেকে ক্রমাগত আন্দোলন চালাচ্ছেন ভারতীয় কৃষকরা। এতে পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকদের একাংশও সমর্থন জানিয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রে শাসক দলকে চাপে রাখার জন্যই তৃণমূলের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৌতিক মহল।

পাঁচ প্রতিনিধির হরিয়ানা সফর নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,  ‘গণতান্ত্রিক দেশের বাসিন্দারা যে যেখানে খুশি যেতে পারে । তবে ওখানে পাঠানোর আগে বাংলার যে এলাকাগুলি ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে, সেখানে আগে লোক পাঠানো উচিত ছিল।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!