- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১০, ২০২৪
মমতার ‘সমন্বয় বার্তা’ নিয়ে হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের পাঁচ সাংসদ

গত শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে হরিয়ানায় প্রতিনিধি পাঠাচ্ছেন তিনি। সেই মোতাবেক, আজ সোমবার পাঁচ সদস্যের প্রতিনিধি পাঠাল তৃণমূল। এই দলে রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে ছিলেন। হরিয়ানার খানাউরি সীমান্তে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁরা। এছাড়াও দিল্লি- হরিয়ানা সীমান্তের একাধিক গ্রামে যান তাঁরা।
Kandhon se milte hain kandhe
Kadmo se kadam milte hain
Hum chalte hain jab aise to
Dil dushman ke hilte hainSmt. @MamataOfficial personally reached out to farmers protesting at the Khanauri border, assuring them of our support in their fight for justice.
We stand shoulder to… pic.twitter.com/p3NXDys0PL
— All India Trinamool Congress (@AITCofficial) June 10, 2024
A 5-member delegation of our Rajya Sabha MPs visited Khanauri border in Haryana and met with the protesting farmers.
They assured our Annadatas that we will continue to be their voice in Parliament against the Krishak-Birodhi Modi Sarkar that has turned MSP into ‘Maximum… pic.twitter.com/fDKGwEelMk
— All India Trinamool Congress (@AITCofficial) June 10, 2024
#WATCH | Haryana: A delegation of TMC MPs meet protesting farmers at Data Singhwala-Khanauri border.
The protesting farmers say that they will send their ‘demand chart’ to the newly-formed NDA Government. pic.twitter.com/KcaI2uyj1h
— ANI (@ANI) June 10, 2024
প্রধানমন্ত্রী রূপে শপথ নেওয়ার পর প্রথমে ‘কৃষক নিধি’ ফাইলে স্বাক্ষর করেন নরেন্দ্র মোদি। জাতীয় রাজনীতিতে কৃষক আন্দোলন যে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, তা শাসক বিরোধী দুপক্ষ বিলক্ষণ বুঝতে পারছেন।এর আগে, দেশজোড়া কৃষক আন্দোলনের সময়, হরিয়ানার সিঙ্গু সীমান্তে প্রতিনিধি দল পাঠিয়েছিল ঘাসফুল শিবির ।এবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রীসভার শপথ গ্রহণের পরদিনই দোলা সেনদের , কৃষকদের সঙ্গে এমন সাক্ষাতের পিছনে কি কোনও রাজনৈতিক কৌশল আছে ? এমন বিষয়ে শনিবারই,বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশে উৎপন্ন কৃষিজ পণ্য কেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত দাম সুনিশ্চিত করা সহ কৃষকদের অন্যান্য দাবি দাওয়ার সমর্থন জানাতেই তাঁর দল প্রতিনিধি পাঠাচ্ছে হরিয়ানায়। তিনি বলেন তাঁর দল সবসময় সমন্বয় রেখে চলার পক্ষপাতী। এদিন টেলিফোনে আন্দোলন রত কৃষকদের সঙ্গেও কথা বলেন তিনি । মমতা বন্দোপাধ্যায় এদিন কৃষকদের বলেছেন ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করবেন। গত ১৩ ফেব্রুয়ারি থেকে ক্রমাগত আন্দোলন চালাচ্ছেন ভারতীয় কৃষকরা। এতে পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকদের একাংশও সমর্থন জানিয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রে শাসক দলকে চাপে রাখার জন্যই তৃণমূলের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৌতিক মহল।
We stand with our Annadatas!
On the instructions of Smt. @MamataOfficial, a 5-member delegation team of our Rajya Sabha MPs, Shri @derekobrienmp, Shri @MdNadimulHaque6, Smt. @Dolasen7, Smt. @sagarikaghose and Shri @SaketGokhale, visited Khanauri border in Haryana to meet… pic.twitter.com/Z2AVQ6Rxmp
— All India Trinamool Congress (@AITCofficial) June 10, 2024
পাঁচ প্রতিনিধির হরিয়ানা সফর নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশের বাসিন্দারা যে যেখানে খুশি যেতে পারে । তবে ওখানে পাঠানোর আগে বাংলার যে এলাকাগুলি ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে, সেখানে আগে লোক পাঠানো উচিত ছিল।’
❤ Support Us