Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৮, ২০২৩

লংমার্চে কৃষক নেতার মৃত্যুতে ক্ষোভে স্ফুলিঙ্গ।শঙ্কিত শিন্ডে সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
লংমার্চে কৃষক নেতার মৃত্যুতে ক্ষোভে স্ফুলিঙ্গ।শঙ্কিত শিন্ডে সরকার

মুম্বইমুখী পদযাত্রায় মৃত্যু হল এক ৫৮ বছরের এক কৃষকের। নাম পুন্ডালিক আম্বো যাদব। নাসিকের দিন্দোরি গ্রামের বাসিন্দা। কৃষকদের দাবি দাওয়া নিয়ে রবিবার থেকে শুরু হওয়া মিছিলে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দীর্ঘ লং মার্চের পর শুক্রবার থানে জেলার ভাসিন শহরের কাছে এসে তিনি অসুস্থ হয়ে পরেন। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় শাহারানপুর হাসপাতালে। চিকিৎসায় সাময়িক রেহাই পেয়েছিলেন বটে। কিন্তু রাতের দিকে আবার বমি শুরু হয়। শনিবার সকালে তিনি মারা যান।

আম্বো যাদব সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কিষাণ সভার অন্যতম নেতা। তাঁর মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন, পলিটব্যুরোর সদস্য অশোক ধাওয়ালে। তিনি বলেছেন, পুন্ডালিকের মৃত্যুর জবাব নেবেন হাজার হাজার কৃষক। মুম্বইয়ের যত কাছে মিছিল এগোচ্ছে তত ঘুম উড়ছে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিশদের।শুক্রবার মহারাষ্ট্র বিধানসভায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, কৃষকদের দাবি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। কিন্তু তাতে মিছিল থামেনি। এই নেতার মৃত্যু ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে।

পেয়াঁজের কুইন্টাল প্রতি দাম ৬০০ টাকা, ১২ ঘণ্টা বিনামূল্যে কৃষিবিদ্যুৎ সরবরাহ ও কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে মুম্বইয়ের দিকে এগিয়ে চলেছে দেশের অন্নদাতাদের পদযাত্রা। কয়েক বছর আগেও মহারাষ্ট্রে লালঝান্ডার দীর্ঘ পদযাত্রা দেশ জনমানসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল । এবারও হাজার হাজার কৃষক পা মিলিয়েছেন। সিপিএম নেতাদের দাবি, মিছিল যত এগোচ্ছে তত দীর্ঘতর হচ্ছে।

মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক  পরিস্থিতি উত্তেজনাময়।  কৃষকদের দীর্ঘ মিছিল  ও সেখানে কৃষকের মৃত্যু শিণ্ডে  সরকারকে চাপের মুখে ফেলেছে।  কয়েকদিন আগে বিরোধী উদ্ধব শিবিরকে পর্যুদস্ত করে শিবসেনার দখল নিয়েছেন। এখন কৃষিজীবী মানুষের লং মার্চ  মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণকে কোন নতুন  খাতে নিয়ে যাবে তা কার্যত অনিশ্চিত।  


  • Tags:

Read by: 78 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!