- দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২২
মরক্কোর বিরুদ্ধে ম্যাচের পর ফ্রান্সে সংঘর্ষের বলি এক কিশোর

ফ্রান্সের সঙ্গে মরক্কোর সম্পর্ক বহুদিন ধরেই উত্তপ্ত। ফ্রান্সে বসবাসকারী মরক্কানদের সঙ্গে প্রায়ই ঝামেলায় জড়িয়ে পড়েন ফরাসিরা। বিশ্বকাপকে ঘিরে আবার ফরাসি ও মরক্কানদের মধ্যে সংঘর্ষ। কেড়ে নিল একটা কচি প্রাণ। বিশ্বকাপ সেমিফাইনালের পরে ফ্রান্স এবং মরক্কোর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গাড়ির ধাক্কায় ফ্রান্সের শহর মন্টপেলিয়ারে ১৪ বছর বয়সী একটা কিশোর ছেলে মারা গেছে।
#Breaking: Just in – A car with French fans has reportedly driven over Moroccan fan in the city of #Montpellier, #Fance, critically inuring one person, after felling threatened by the group of Moroccan fan trying to steal his flag and pounding on the car. -Correction- pic.twitter.com/ZczcDuTfss
— Sotiri Dimpinoudis (@sotiridi) December 14, 2022
বুধবার কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে জয়ের পরই ফ্রান্সের বিভিন্ন জায়গায় দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাজধানী প্যারিস, নিস, মন্টপেলিয়ারসহ ফ্রান্সের বিভিন্ন জায়গায় এই সংঘর্ষ ছিড়িয়ে পড়ে। এই সংঘর্ষ চলার সময় একটা গাড়ি বেপরোয়াভাবে ছুটে এসে ১৪ বছর বয়সী এক কিশোরকে ধাক্কা মারে। মারাত্মকভাবে জখম হয় ওই কিশোর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচুর রক্তক্ষরণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কিশোরটি মারা যায়।
পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘বুধবার রাতে একটা বেপরোয়া গাড়ি একজন অল্প বয়স্ক ছেলেকে হিংস্রভাবে আঘাত করেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কিশোরটি মারা যায়।’ ফরাসি মিডিয়া জানিয়েছে যে, কিশোরটি একজন গাড়ি চালকের কাছ থেকে ফরাসি পতাকা কেড়ে নিয়ে পালানোর সময় অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। যে গাড়িটির সঙ্গে কিশোরের ধাক্কা লেগেছিল, তার চালক ঘটনাস্থলেই গাড়ি রেখে পালিয়ে যান। পুলিশ তাঁকে খুঁজছে। সাদা পোশাকে এবং পুলিশের পোশাক পরা কর্তারা এলাকাটি ঘিরে রেখেছে। সংঘর্ষের জন্য ম্যাচের পর রাজধানীতে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্সে উত্তর আফ্রিকার অন্যান্য প্রাক্তন উপনিবেশগুলির পাশাপাশি মরক্কোর বংশোদ্ভূত নাগরিকদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে।
❤ Support Us