শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
শেয়ার কেলেঙ্কারির বিতর্কের আবহেই জোর করে জমি দখলের অভিযোগ উঠল আদানিদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফারাক্কায় বিদ্যুত প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এবার অভিযোগের নিষ্পত্তির জন্য দায়ের হল জনস্বার্থ মামলা।
মঙ্গলবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে মামলা করেন ৩৫ জন কৃষক ও এপিডিআর কর্মীরা। মামলাকারীদের দাবি, জোর করে তাদের জমি দখল করতে চাইছে আদানি গোষ্ঠী। জমি বেদখল হলে এলাকার স্থানীয় কৃষকরা সমস্যায় পড়বেন। তাই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন তাঁরা। কিন্তু বিচারপতি তা খারিজ করে দেন। তাঁর বক্তব্য, প্রকল্প বহুদিন ধরে চলছে , এতদিন যখন কোন সমস্যা হয়নি সাতদিনে সমস্যা নতুন করে বাড়বে না। তবে, মামলার সঙ্গে সবপক্ষকে যুক্ত করবার নির্দেশ দিয়েছেন তিনি।
ঝাড়খণ্ডের গোড্ডা থেকে ফরাক্কার ওপর দিয়ে হাই টেনশন তারের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হবে। পরিকল্পনায় আদানিরা। পরের মাস থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সেখানে যাওয়ার কথা। এ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ আইনের তোয়াক্কা না করেই প্রকল্প বাস্তবায়নে অগ্রসর হয়েছে আদানিরা। মামলাকারী কৃষকরা আরও জানিয়েছেন, আদানিদের নির্মিত হাইটেনশন তার তাদের আম ও লিচুর বাগানের ওপর দিয়ে গেলে ফসলের ক্ষতি হবে। পরিবর্তে তাঁরা পতিত জমিকে বিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহারের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সেখান দিয়ে হাইটেনশন তার গেলে কোনো ক্ষতি নেই। বিচারপতি তাদের বক্তব্য সম্পূর্ণ শু্নে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করলেন ২০ ফেব্রুয়ারি। জমি অধিগ্রহণে এখনও কোনো স্থগিতাদেশ জারি করা হয়নি। তা করা হলে প্রকল্পের ভবিষ্যত প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34