- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৮, ২০২৩
মধ্যরাতে দিল্লির আদালতে তোলা হল অনুব্রতকে, ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক
গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডলকে আগামী ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। মঙ্গলবার ইডি-র গোয়েন্দারা অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরে মধ্যরাতেই তাঁকে আদালতে হাজির করানো হয়। ইডি জিজ্ঞাসাবাদের জন্যে অনুব্রতকে ১৪দিনের জন্যে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায়।
ইডির ওই আবেদনের প্ৰেক্ষিতে বিশেষ বিচারক রাকেশ কুমার নির্দেশ দেন, আগামী ১০ মার্চ পর্যন্ত ইডি অনুব্রতকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এরপর ফের অনুব্রতকে আদালতে হাজির করাতে হবে।
গত মঙ্গলবার জোকার ইএসআই হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। চিকিৎসকরা অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করে জানান, তিনি সুস্থই আছেন। এরপর ইডি-র গোয়েন্দারা অনুব্রতকে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি দিল্লিতে নিয়ে আসেন। কলকাতা থেকে দিল্লির যাত্রাপথে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল পশ্চিমবঙ্গের শাসকদলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ । ওয়াকিবহাল মহলের মতে, ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ফলে কার্যত আরও থানিকটা বিপাকে পড়ল তৃণমূল কংগ্রেস।
গরু পাচার মামলায় প্রথমে সিবিআই অনুব্রতকে গ্রেফতার করেছিল। এরপর জেলে ছিলেন তিনি। এরপর ২০২২ সালের নভেম্বরে ইডি গরু পাচার সংক্রান্ত মামলায় অনুব্রতকে গ্রেফতার করে্।
❤ Support Us






