- দে । শ
- ফেব্রুয়ারি ২৩, ২০২৩
দিল্লিতে নাটকের পর নাটক ! কংগ্রেস নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে দিনভর তোলপাড় রাজধানী

নাটকের পর নাটক। পবন খেরার গ্রেফতারিকে কেন্দ্র করে দিনভর বজায় থাকল টানটান রাজনৈতিক উত্তেজনা। সকালে অসম পুলিশের গ্রেফতারির পর বিকেলেই কোর্ট থেকে জামিন পেলেন প্রবীণ কংগ্রেস নেতা।
ঘটনার সূত্রপাত কংগ্রেস নেতার সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে। যেখানে তিনি নরেন্দ্র দামোদরদাস মোদির পরিবর্তে নরেন্দ্র গৌতমদাস মোদি বলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেন। বিষয়টি সামনে আসার পর বিজেপি নেতারা সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তাঁদের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মন্তব্য করেছেন পবন। অবিলম্বে তাঁকে গ্রেফতার করবার দাবি জানিয়ে থানায় অভিযোগ জানান তাঁরা।
অভিযোগ পেয়েই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের কংগ্রেস প্লেনারি অধিবেশনে যোগ দিতে রায়পুরগামী বিমানে উঠেছিলন পবন খেরা। দলীয় সহকর্মীদের সামনেই তাঁকে বলা হয়, তিনি রায়পুর যেতে পারবেন না। তাঁর লাগেজ নিয়ে কিছু সমস্যা আছে। ডিসিপি এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলতে চান। বিমান থেকে নামিয়ে তাঁকে দেওয়ার পর সহযাত্রী অন্যান্য কংগ্রেস নেতারাও মধ্যপ্রদেশ যাওয়া স্থগিত রেখে পবনের সঙ্গে নেমে আসেন। একজন বিমান যাত্রীকে হেনস্থা করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন সুপ্রিয়া শ্রীনাতে,রণদীপ সুরজেওয়ালারা।
তাঁদের অভিযোগ, গোটা ঘটনায় রয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মদত। কিছুক্ষণ পরে বিমানবন্দরের টারম্যাকে শোনা যায় বিজেপি বিরোধী শ্লোগান। পরে জানা যায়,অসম পুলিশের অনুরোধে দিল্লি পুলিশ আটক করেছে পবন খেরাকে। প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য যে অভিযোগ অসম পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে তার ভিত্তিতে এমন পদক্ষেপ নিয়েছেন দিল্লি পুলিশ কর্তৃপক্ষ।
বিষয়টি শীর্ষ আদালতে উঠলে পবন খেরার হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি জানান, তাঁর মক্কেল প্রধানমন্ত্রী সম্পর্কে ভুলবশত এমন মন্তব্য করেছেন। নিজের মন্তব্যর জন্য নিঃশর্তভাবে ক্ষমাও চেয়েছেন। অভিযুক্তর বয়ান শোনার পর তাঁকে অন্তর্বতী জামিনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার পর্যন্ত থাকবে জামিনের মেয়াদ।
❤ Support Us