- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৮, ২০২৩
মোহনবাগানে এবার বিশ্বকাপার কামিন্স

২০২২ কাতার বিশ্বকাপে প্রি–কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন জেসন কামিন্স। অস্ট্রেলিয়ার সেই বিশ্বকাপারকে এবার সবুজমেরুণ জার্সি গায়ে খেলতে দেখা যাবে। জেসন কামিন্সের সঙ্গে চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার নিজেদের সোশ্যাল সাইটে এই অস্ট্রেলিয়ার বিশ্বকাপারের আগমনের বার্তা দেওয়া হয়েছে।
জেসন কামিন্সকে দলে নেওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে মুম্বই সিটি এফসিও ঝাঁপিয়েছিল। শেষ পর্যন্ত মুম্বই সিটি এফসিকে টেক্কা দিয়ে বাজিমাত সবুজমেরুণের। কামিন্সের সঙ্গে বছরের চুক্তি করা হয়েছে। জন্য তুলে নিয়েছেন মোহনবাগান কর্তারা। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতেন জেসন কামিন্স। তাঁর সঙ্গে আরও ১ বছর চুক্তি ছিল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের। বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে তুলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কামিন্সকে দলে পেতে ট্রান্সফার ফি–সহ ১২ কোটি টাকা খরচ করতে হয়েছে সবুজমেরুণ কর্তাদের।
গত মরশুমে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ৪৯ ম্যাচে ৩০ গোল করেছেন। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তিনটি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১টি। মোহনবাগানে সঙ্গে চুক্তি করার আগে অস্ট্রেলিয়ার লিগের শেষ ম্যাচে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে হ্যাটট্রিক করেছেন। জেসন কামিন্স ছাড়াও আর্মান্দো সাদিকুকে দলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবছর আইএসএলে কামিন্স ও সাদিকুকে একসঙ্গে খেলাতে চান সবুজমেরুণ কোচ জুয়ান ফেরান্দো। গতবছর পজিটিভ স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। তাই কোচ জুয়ান ফেরান্দো একজন ভাল মানের স্ট্রাইকারের সন্ধানে ছিলেন। জেসন কামিন্স তাঁর সমস্যা মেটাবে, সে কথা নিশ্চিত ভাবেই বলা যায়।
❤ Support Us