Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৪, ২০২২

মেট্রো লাইনে ঝাঁপ।যাত্রী আত্মঘাতী।পরিষেবা ব্যাহত।

মেট্রো লাইনে ঝাঁপ।যাত্রী আত্মঘাতী।পরিষেবা ব্যাহত।

শুক্রবার সকাল পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইনে।মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন জনৈক যাত্রী । মেট্রো এগিয়ে আসতেই ঝাঁপ দিলেন লাইনে । মৃত ব্যক্তির নাম ও পরিচয় মেলেনি ।বয়স আনুমানিক ৪৫ বছরের কাছাকাছি । অঘটনের পর মেট্রো চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

শুক্রবার সকাল পৌনে আটটা নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইনে এই ঘটনাটি ঘটে । চালক আপদকালীন ব্রেক কষে মেট্রো থামানোর চেষ্টা করে ব্যর্থ হন । মেট্রোর ধাক্কায় কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!