- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২১, ২০২৩
মারণ রোগের বিরুদ্ধে ৫৩ বছরের প্রৌঢ়ের যুদ্ধজয়। জার্মান চিকিৎকদের প্রচেষ্টায় সুস্থ বিশ্বের তৃতীয় এইচআইভি রোগী

মারণ রোগ এইচআইভি এইডস নিরাময়ে জার্মান চিকিৎসকরা পেলেন অভাবনীয় সাফল্য। স্টেম সেল ট্রান্সপ্ল্যাণ্ট ব্যবহার করে সুস্থ করে তুললেন ৫৩ বছরের ‘ডুসেলডর্ফ রোগী’ নামে পরিচিত এক ব্যক্তিকে। এ নিয়ে, তৃতীয় কোনো রোগী এইডস থেকে সেরে উঠলেন।
নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণা নিবন্ধ সূত্রে জানা যাচ্ছে, ২০০৮ সালে নাম প্রকাশে অনিচ্ছুক ডুসেল ডর্ফ রোগীর এইচ আইভি ধরা পড়ে। পরে বেশ কয়েক বছর পর প্রাণঘাতী রোগ লিউকেমিয়ায় তিনি আক্রান্ত হন। ২০১৩ সালে তাঁর শরীরে সিসিআর-৫ জিন বিরল মিউটেশনসহ একজন নারী দাতার স্টেম সেল ব্যবহার করে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। ফল পাওয়া গেল কয়েকদিনের মধ্যে। এইচআইভি ভাইরাস কোষে প্রবেশ করতে মিউটেশন স্বাভাবিক হতে শুরু করে। ২০১৮ সালে এইচআইভির জন্য অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বন্ধ করে দেন। পরবর্তী চার বছর এইচ আইভি ফিরে আসার কোনো লক্ষণ তাঁর শরীরে আর পাওয়া যায়নি।
ডুসেলডর্ফ রোগী নামে পরিচিত ব্যক্তিও সেরে ওঠার পর ডাক্তারদের অক্লান্ত প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন। টিমোথি রয় ব্রাউন ও আডাম ক্যাস্টিলেজোর পর এইচ আইভি নিরাময়ের এটি তৃতীয় ঘটনা। সমীক্ষায় বলা হয়েছে, মারণ রোগ এইচআইভি থেকে সেরে ওঠার একের পর এক দৃষ্টান্ত আগামী দিনে এইডসের চিকিৎসায় নতুন পথ দেখাবে। তবে বিরল সিসিআর-৫ মিউটেশনসহ একটি অস্থি মজ্জা দাতা খুঁজে পাওয়াও একটি বড়ো চ্যালেঞ্জ। মানছেন চিকিৎসকরা।
❤ Support Us