- এই মুহূর্তে দে । শ
- জুন ৭, ২০২৪
১১ জুন নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
গত বৃহস্পতিবার নির্বাচনী আচরণ বিধি প্রত্যাহার করেছে কমিশন। শোনা যাচ্ছে, পুলিশ আমলাদের নিজেদের পদে পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করতে চায় নবান্ন। আগামী মঙ্গলবার নবান্ন সভাগৃহে একটি সভা ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে পুলিশ সুপার, সবকটি জেলার জেলা শাসক,পুলিশ কমিশনার , সমস্ত মন্ত্রীদের, সবকটি দফতরের সচিব ও প্রধান সচিবদের।
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশসহ সমগ্র প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। প্রশাসনিক ক্ষেত্রে একাধিক রদবদল করে কমিশন। এক দিনের মধ্যে দু দুবার রাজ্য পুলিশের ডিজি বদল করা হয়। একাধিক থানার আইসি, জেলাশাসককে সরিয়ে দেয় কমিশন। নির্বাচনী প্রচারে এ নিয়ে একাধিক বার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ভোট মিটে গেলেই আবার তাদের স্ব স্ব পদে ফিরিয়ে আনা হবে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, রাজ্য পুলিশের ডিজি পদে আবার রাজীব কুমারকে ফিরিয়ে আনতে পারেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বহু সরকারি প্রকল্পই নির্বাচনী আদর্শ আচরণবিধির গেরোয় পড়ে থমকে আছে। এবার তাতে গতি আনতে চান মুখ্যমন্ত্রী। প্রায় দু মাসের অধিক সময় ধরে ভোট চলার জন্য বহু কাজেই গতি আনতে পাড়া যাচ্ছেনা বলে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবারের বৈঠকে সেই প্রসঙ্গই উঠতে পারে বলে শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে নতুন করে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প করা হতে পারে। আপাতত মঙ্গলবারের সভাতেই এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে।
❤ Support Us