Advertisement
  • দে । শ
  • মে ২০, ২০২৪

দুই শিশু কন্যাকে মেরে আত্মঘাতী মা। শোকের ছায়া স্বরূপনগরের তেঁতুলিয়ায়

আরম্ভ ওয়েব ডেস্ক
দুই শিশু কন্যাকে মেরে আত্মঘাতী মা। শোকের ছায়া স্বরূপনগরের তেঁতুলিয়ায়

পরপর ২ টি কন্যা সন্তান। তাতেই পরিবারে অশান্তি। পুত্র সন্তানের জন্ম না দিতে পারায় গঞ্জনার শিকার বধূ। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শ্বাসরোধ করে ২ শিশু কন্যাকে খুন করে আত্মঘাতী মা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তেঁতুলিয়া গ্রামে। আজ, রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে স্বরূপনগের তেঁতুলিয়া খালপাড়ের ঘটনা। পুলিশ জানায়, এদিন দুপুরে ওই গ্রামে দিয়ে ঘরের ভেতর থেকে ৫ বছরের তৃষা বিশ্বাস, ৭ মাসের তিথি বিশ্বাস ও তাদের মা অপর্ণা বিশ্বাসের (‌২৩)‌ মৃতদেহ স্বরূপনগরে থানার পুলিশ গিয়ে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা ১২ টা নাগাদ ৩ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান। পুলিশ অপর্ণার স্বামী শম্ভু বিশ্বাসকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে সেই সময় কেউ ছিল না। অপর্ণার শ্বশুর,  শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। স্বামী শম্ভু বিশ্বাস দিনমজুরের কাজ করেন। দুপুরে বাড়ি ফিরে দেখেন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে কারও সাড়া পেয়ে ঘরে উঁকি মেরে  মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার করে লোকজন ডাকেন। প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে দেখেন মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে ৭ মাসের শিশু তিথির দেহ। আর ঘরের মধ্যে ঝুলছে ৫ বছরের তৃষা ও তাদের মা অপর্ণার দেহ। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে , পেশায় দিন মজুর পরিবার। অভাবের সংসার। পরপর ২ টি কন্যা সন্তান হওয়ায় পরিবারে অশান্তি ছিল। পুত্র সন্তান না হওয়ায় গঞ্জনা সহ্য করতে হত অপর্ণাকে। তার ওপর চলত মানসিক নির্যাতন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এদিন সকালে  স্বামী, শ্বশুর, শাশুড়ি যখন কাজে বেরিয়ে যান তখন ২ মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয় অপর্ণা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। শম্ভু বিশ্বাসকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। শ্বশুর ক্ষুদিরাম বিশ্বাস বলেন, ‘‌আমরা বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে শুনি আমার ২ নাতনিকে মেরে বউমা  আত্মঘাতী হয়েছে। পুলিশ তাদের দেহ থানায় নিয়ে গেছে। কী করে যে এসব হল কিছুই জানিনা।’‌  ‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!