- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ৮, ২০২৫
মননের সৃষ্টিশীলতা উসকে সূচনাতেই সুদূরের অঙ্গীকার
বঙ্গের চিত্রাঙ্গনে নয়া সংযোজন ‘কলকাতা আর্টিস্ট’ । চিত্রকর যোগেন চৌধুরীর নেতৃত্বে, সংগঠনের প্রথম যৌথ প্রদর্শনী দেখার সুযোগ পেলেন মহানগরের চিত্রপ্রেমিরা । তরুণ আর বরিষ্ঠদের শিল্পভাবনার এই যুগলবন্দীতে ধরা পড়েছে দুটি সমান্তরাল ধারা । অবয়বী চিত্ররীতির জটিল ও উদ্ভাবনী বৈশিষ্টের পাশাপাশি সম্পূর্ণ বিমূর্ত ধারার ছবি যার মূল ভিত্তি হলো পরিশুদ্ধ রং, রেখা এবং আকার ।

চিত্রকর্ম যোগেন চৌধুরী
‘অরোরিস অফ অটাম ২০২৫’ শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পীদের কাজে যেমন ধরা পড়েছে বৈপরীত্য, তেমনি নতুনের অন্বেষণ এবং অভিজ্ঞতার মিশেলে তৈরি হয়েছে ঐকতান । দশজন শিল্পীর ভিন্নধারার কাজ ক্যানভাসে চিত্রিত হওয়ার পাশাপাশি, সুদৃশ্য আর্ট ফোল্ডারেও একত্রিত করা হয়েছে, যাতে গুণগ্রাহীরা সহজেই তা নিজেদের সংগ্রহে রাখতে পারেন, স্বল্প মূল্যে ।

অস্থিরতার এই কালপর্বে, যেকোনো ধরনের সামাজিক বিভাজন রুখতে অন্যন্ত গুরুত্বপূর্ণ ‘পারস্পরিক আদান-প্রদানের’ সচেতন প্রচেষ্টা । রং-রেখা আর ভাস্কর্য আবহমানকাল ধরেই সেই সংযোগের প্রধানতম মাধ্যম । মননের সৃষ্টিশীলতাকে উসকে দিয়ে, মনস্তত্বের জটিল আঁধারকে আলোকিত করাই ছিল এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য । সূচনাতেই যা বৃহদাংশে সফল । ‘কলকাতা আর্টিস্ট’ এর তরফে জানানো হয়েছে, বাংলা এবং দিল্লির নয় চিত্রকর নীরেন সেনগুপ্ত, সুদীপ বন্দোপাধ্যায়, গৌতম চৌধুরী, অরুনিমা চৌধুরী, রাখী রায়, তমালী দাশগুপ্ত, মৈত্রেয়ী নন্দী, শিলাজিৎ ঘোষ এবং শ্রেয়াণ বন্দ্যোপাধ্যায় নিয়মিত প্রদর্শনী এবং কর্মশালার মাধ্যমে তাদের এই প্রয়াস একটি নিরন্তর অভ্যাসে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ ।
❤ Support Us








