- প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৩
পৃথিবীর গঠন বিন্যাসের চিরাচরিত ধারণায় বদল, ভূগর্ভের অভ্যন্তরে মিলল আরো এক লৌহ কঠিন স্তরের সন্ধান

চিত্র: অ্যাটলাস
ক্রমাগত ভূমিকম্পে ভূগর্ভের ভেতরে এক নতুন স্তরের সন্ধান পাওয়া গেল। অস্ট্রেলিয়ার ভূবিশেষজ্ঞদের দাবি, এটি পৃথিবীর সবথেকে গভীরতম অন্তঃস্থল। নয়া আবিষ্কারে স্বভাবতই উচ্ছ্বাস বিজ্ঞানী মহলে।
সাধারণত স্কুল কলেজের ভূগোলের পাঠ্যবই থেকে আমরা জানতে পারি, পৃথিবীর চারটি স্তর রয়েছে। প্রথমে রয়েছে ভূত্বক যার ওপর মানুষ উদ্ভিদ ও জীবজগতের অবস্থান, তারপরে ম্যাণ্টল বা গুরুমন্ডল। যার প্রধান উপাদান লোহা, ম্যাগনেসিয়াম, নিকেল, ক্রোমিয়াম। এরপর বহিঃস্থ ভূকেন্দ্র যেখানে লোহা ও নিকেল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জমা হয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে, আর সবথেকে গভীরে রয়েছে অন্তঃস্থ ভূকেন্দ্র। যেখানে অতি উচ্চ উষ্ণতায় ধাতু গলিত অবস্থায় থাকে। অষ্ট্রেলিয়ার ক্যানবেরার গবেষকরা চিরাচরিত ভাবনায় নয়া সংযোজন ঘটিয়েছেন। নেচার কমিউনিকেশনস পত্রিকায় তাঁদের দাবি, পৃথিবীর গলিত কেন্দ্রের অভ্যন্তরে ভেসে বেড়াচ্ছে প্রকাণ্ড একটি কঠিন লৌহ গোলোক। যার পরিধি ৮০০ থেকে ১৩৫০ কিমি।
ভূমিকম্পের তরঙ্গ নিয়ে গবেষণা করছিলেন অস্ট্রেলিয়ার ক্যানবেরার ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে তাঁরা লক্ষ্য করেন, পৃথিবীর কেন্দ্রে ভূতরঙ্গের গতিবেগ অনেক বেড়ে যাচ্ছে। তাঁরা সিদ্ধান্তে আসেন, গলিত কেন্দ্রের পরও আরো বেশি কঠিন ঘনত্বের কোনো স্তর আছে। তাঁদের অনুমান, সেটা লোহা দিয়ে তৈরি অত্যন্ত কঠিন একটি গোলক। যার বাইরে খুব অল্প পরিমাণে রয়েছে নিকেল ও অন্যান্য ধাতু। তবে, গবেষকরা এ নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করতে চান। তাঁদের পরীক্ষা নিরীক্ষায় পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন সংক্রান্ত আরো তথ্য উঠে আসতে পারে, জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা। গবেষণা সফল হলে সৌরজগতের অন্যান্য গ্রহের গঠন সম্পর্কে জানতে পারা যাবে। সেক্ষেত্রে এই গবেষণাকে যুগান্তকারী বলে চিহ্নিত করলে অত্যুক্তি হবে না।
❤ Support Us