Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • জুন ৩, ২০২৪

গ্রহের কুচকাওয়াজ, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী বিশ্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রহের কুচকাওয়াজ, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী বিশ্ব

এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকলো ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ। গতকাল আভাস ছিল, জুনের ৩ ও ৪ দুইদিন সৌরজগতের গুরুত্বপূর্ণ ছটি গ্রহ আসবে এক সারিতে । খালি চোখে এমন দৃশ্য দেখতে পাওয়া যাবে। তবে যাদের কাছে টেলিস্কোপ বা অত্যাধুনিক দূরবীন আছে , তাঁদের কাছে ভোরবেলা ঘুম থেকে উঠে এমন দৃশ্য প্রত্যক্ষ করার মজাই আলাদা।

কিছু কিছু সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘গ্রহদের প্যারেড’ বলে আখ্যায়িত করেছে । ৩ ও ৪ তারিখ ভোরবেলা দেখতে পাওয়ার কোথা ছিল এমন দৃশ্য। মাজ যারা মিস করেছেন, কাল তাঁদের কাছে শেষ সুযোগ । বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এবং শনি প্রায় এক সারিতে অবস্থান করবে । এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের আধিকারিকেরা জানিয়েছেন, ৩ জুনের আগে গ্রহ বৃহস্পতির সূর্যের বেশ কিছুটা কাছাকাছি আসার কথা ।কিছু দিনের মধ্যে তার পাশে বুধ চলে আসবে। একে একে আসবে অন্য গ্রহগুলিও।

‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সেরা সময় ভোরবেলা। । ওই সময় পূর্ব দিকে দেখা যাবে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনিকে। তার নীচে দেখতে পাওয়া যাবে লাল গ্রহ মঙ্গলকে। মঙ্গলের সামনে থাকবে বৃদ্ধ গ্রহ বৃহস্পতি । ইউরেনাস ও নেপচুন থাকবে একেবারে পিছনের সারিতে । তাই খালি চোখে তাদের দেখা নাও যেতে পারে। আকাশ মেঘমুক্ত থাকলে, সূর্যোদয়ের ২০ মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দেখতে পাওয়া যাবে। তবে আকাশে মেঘ থাকলে তা দেখতে পাওয়ার সম্ভাবনা কম ।

ভারতের সব জায়গা থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাওয়ার কথা।তবে অনেকের মতে ,গ্রহদের এই সময় নাকি আকারে বড় দেখায়। যা সম্পূর্ণ নস্যাৎ করেছেন বিজ্ঞানীরা। স্বাভাবিক অবস্থাতেই তারা আজ ও কাল দৃশ্যমান থাকার কথা।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!