- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৬, ২০২৩
প্রায় পাঁচ দশক পর, দুর্গম ব্রহ্ম শিখর অভিযানে কলকাতার ১৫ অভিযাত্রী

গত পাঁচ দশক ধরে জম্মু–কাশ্মীরের মাউন্ট ব্রহ্ম সফল আরোহণের কোনও রেকর্ড নেই। আর সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে অগ্রসর হচ্ছে কলকাতার ১৫ সদস্যের একটা পর্বতারোহী দল। ৩০ জুন এই দলটি জম্মু–কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হবে।
মাউন্ট ব্রহ্ম জম্মু ও কাশ্মীরের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। উচ্চতা ৬৪১৬ মিটার। এই শৃঙ্গে ওঠা যথেষ্ট চ্যালেঞ্জিং। ১৯৭৩ সালে স্যার ক্রিস বনিংটন এই মাউন্ট ব্রহ্ম শৃঙ্গের উচ্চতা পরিমাপ করেছিলেন। তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। এরপর ১৯৭৯ সালে বনিংটন ও এক জাপানি পর্বতারোহী সফলভাবে মাউন্ট ব্রহ্ম পর্বতে আরোহন করেছিলেন। পরে বনিংটন তাঁর প্রবন্ধে এই শৃঙ্গে আরোহণের চ্যালেঞ্জ বিশদভাবে উল্লেখ করেছিলেন।
মাউন্ট ব্রহ্ম শৃঙ্গে সব সময় তুষারপাতের ঝুঁকি থাকে। এর আরোহণের পথে বরফের স্ল্যাবের মতো থাকে যা যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এই অংশ অতিক্রম করা খুবই কঠিন। মাউন্ট ব্রহ্ম অভিযানে কলকাতার এই ১৫ জনের দলকে নেতৃত্ব দিচ্ছেন রুদ্র প্রসাদ হালদার। অভিযানে যাওয়ার আগে তিনি বলেন, ‘আমাদের এই দলে অনেক অভিজ্ঞতা সম্পন্ন পর্বতারোহী রয়েছেন। এই সামিটে রাস্তা খুবই চ্যালেঞ্জিং। ১৯৭৯ সালের পরে সফলভাবে অভিযানের কোনও খবর নেই। আমরা সেই রেকর্ড ভাঙার জন্য তৈরি।’ তিনি আরও বলেন, ‘মাউন্ট ব্রহ্ম প্রথম আরোহণের অনেক সমৃদ্ধ স্মৃতি আমরা পেয়েছি।’
❤ Support Us