Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • নভেম্বর ১০, ২০২৩

চিকিৎসা বিজ্ঞানে নয়া দিগন্তের সূচনা, বিশ্বে প্ৰথম মানব চোখ প্রতিস্থাপন হল নিউ উয়র্কে

আরম্ভ ওয়েব ডেস্ক
চিকিৎসা বিজ্ঞানে নয়া দিগন্তের সূচনা, বিশ্বে প্ৰথম মানব চোখ প্রতিস্থাপন হল নিউ উয়র্কে

চিকিৎসা বিজ্ঞানে নয়া দিগন্ত উন্মোচিত । বিশ্বে প্রথম প্রতিস্থাপিত হলো সম্পূর্ণ চোখ । এর আগে চোখের কর্নিয়া বা রেটিনা প্রতিস্থাপন হলেও অস্ত্রোপচার করে মানব চোখ প্রতিস্থাপন কখনো হয়নি । চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অস্ত্রোপচার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে । একদল চিকিৎসক বূহস্পতিবার বিজ্ঞানের মাইলফলক এই অস্ত্রোপচার করেছেন নিউইয়র্ক শহরের এক চিকিৎসাকেন্দ্রে । যে ব্যক্তির চোখ প্রতিস্থাপিত হয়েছে তার একচোখের দূষ্টি ফেরাতে কতটা সফল চিকিৎসকরা, সেটা জানতে আরও কিছুটা সময় লাগবে । তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ।

দুবছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় দৃষ্টি হারান ৪৬ বছরের অ্যারন জেমস । ৭২০০ ভোল্টের বিদ্যুতের তার লেগে তাঁর বা চোখ, বাঁ হাতের কনুইয়ের উপরের অংশ,নাক এবং ঠোঁট, সামনের দাঁত, বাঁ গালের অংশ এবং চিবুক হাড় ক্ষতিগ্রস্ত হয় । চলতি বছর ২৭ মে জেমসের চোখ ও মুখের কিছু অংশের অস্ত্রোপচার হয় । জানা গিয়েছে, চোখ প্রতিস্থাপনের অস্ত্রোপচারে দাতার মুখের খানিকটা অংশ ও অপটিক নার্ভ-সহ সম্পূর্ণ বাঁ চোখ অপসারণ করেন চিকিৎসকরা । পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ২১ ঘণ্টা সময় লাগে ।

সম্পূর্ণ চোখ প্রতিস্থাপন নিয়ে গবেষণা করা হয়েছিল পশুদের উপর । সেখানে বিজ্ঞানীদের সাফল্যের পরই মানব দেহে গবেষণা চালানো হল । চিকিৎসকদের আশা, জেমস খুব শীঘ্রই দৃষ্টিশক্তি ফিরে পাবেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!