Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ২০, ২০২২

লতাজীর গানেই লতাজীকে-স্মরণ, বিশ্ব সঙ্গীত দিবসে ফিরিয়ে আনা ‘হারানো সুর’

আরম্ভ ওয়েব ডেস্ক
লতাজীর গানেই লতাজীকে-স্মরণ, বিশ্ব সঙ্গীত দিবসে ফিরিয়ে আনা ‘হারানো সুর’

বিশ্ব সঙ্গীত দিবসে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা জানাতে চলেছেন সৌরেন্দ্র মল্লিক-সৌম্যজিৎ দাস জুটি। আগামী ২১ জুন প্রয়াত সুরসম্রাজ্ঞীকে গানের মাধ্যমেই সম্মানিত করবেন গায়ক ও বেহালাবাদক এই জুটি।কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব সঙ্গীত দিবস। শিল্পীদের মধ্যে সৌম্যজিৎ-সৌরেন্দ্র ছাড়াও থাকবেন উস্তাদ আমজাদ আলি খান, উস্তাদ রসিদ খান, হরিহরন, ঊষা উত্থুপ, শুভা মুদগাল, পাপন ও শুভমিতা। ৯০ মিনিটের অনুষ্ঠানে প্রত্যেকে একটি করে গান গাইবেন।

সৌরেন্দ্র ও সৌম্যজিৎ কথায়, ‘এমন সম্মানীয় শিল্পীদের সঙ্গে কলকাতায় মহামারীর দু বছর পরে এক মঞ্চে লাইভ হব ভেবেই আমরা খুব উচ্ছসিত। বিশ্ব সঙ্গীত দিবসে সঙ্গীতের মাধ্যমে বন্ধুত্ব, শান্তি ও একতার বার্তা দিতে চান বিশিষ্টরা। ঐতিহ্যে ভরা এই কলকাতায় এই উদযাপন এক অন্য মাত্রা আনবে।

লতার গান ধরা দেবে উস্তাদ আমজাদ আলি খাঁয়ের সরোদের মূর্চ্ছনায়। বিশ্ব সঙ্গীত দিবসে গানে গানেই ফিরে আসবেন প্রয়াত কিংবদন্তি গায়িকা।সৌরেন্দ্র-সৌম্যজিৎ জানিয়েছেন, ‘গত বারো বছর ধরে প্রতিটি বিশ্ব সঙ্গীত দিবস নতুন আঙ্গিকে উদ্‌যাপনের চেষ্টা করে চলেছেন। এ বছর লতাজির ছবির গান নিয়ে কাজ করব আমরা। সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিল্পী তাঁরই গান গাইবেন, তবে নিজস্ব গায়কির মৌলিকত্ব অক্ষুণ্ণ রেখে। এ ভাবেই আমরা প্রয়াত গায়িকাকে শ্রদ্ধা জানাব। সঙ্গীতের শিকড়ে পৌঁছব তাঁর অপূর্ব সব গানের মধ্যে দিয়ে।’

২০২২ সঙ্গীত জগতে এক অন্ধকার অধ্যায়। একা লতাজী নন, এ বছর আমরা হারিয়েছি শিবকুমার শর্মা,সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ি, কেকে-র মত সঙ্গীত ব্যক্তিত্বকে। সৌরেন্দ্র-সৌম্যজিৎ জানান, প্রয়াত সব শিল্পীর উদ্দেশে শ্রদ্ধা জানিয়েই শুরু হবে সঙ্গীত দিবসের অনুষ্ঠান। যার একেবারে শেষে শিল্পী-দর্শক সকলে মিলে গেয়ে উঠবেন লতার জনপ্রিয় একটি গান। তালিকায় কোন গান থাকবে বা কোন শিল্পী লতাজির কোন গান গাইবেন— তা নিয়ে অবশ্য মুখ খোলেন নি উদ্যোক্তা জুটি।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!