- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২২, ২০২৩
আর জন্ম তারিখের প্রমাণ নয় আধার। নিয়মে বদল ইউআইডিএআই এর
বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। নিয়ম পরিবর্তন আনছে ইউআইডিএআই। এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ কোনও জায়গায় জন্মের প্রামাণ্য নথি হিসাবে বৈধ হবে বলে বিবেচিত হবে না।
১ ডিসেম্বর থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এই বিষয়ে একটি নির্দেশ জারি করেছে। সূত্রের খবর তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই আধার নিয়ে জালিয়াতি করছে। এই জালিয়াতি ঠেকাতেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন তৈরি হওয়া আধার কার্ডেও জন্মস্থান উল্লেখ থাকলেও তা জন্ম তারিখ হিসাবে ব্যবহার করা উচিত নয়, এই তথ্যও আধার কার্ডে চিহ্নিত করা হচ্ছে। নতুন আধার কার্ড ডাউনলোড করার সময় এই সম্পর্কিত তথ্য লেখা থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশে।
নতুন এই নিয়মের পরে, কেউ তাঁর জন্ম তারিখ প্রমাণের জন্য আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটও দিতে হবে। আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে। জন্ম তারিখ যাচাইয়ের জন্য আধার কার্ডে কাজ হবে না, দিতে হবে বার্থ সার্টিফিকেট।
ইউআইডিএআই সূত্রে জানা গিয়েছে, অনেকেই আধারকার্ড আপডেট করার নামে বারবার জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে সরকারি নানা প্রকল্প যেমন পেনশন স্কিম, অ্যাডামিশন, স্পোর্টস কম্পিটিশন সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে। যদিও ইউআইডিএআই-এর তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়ার পরও এই প্রবণতা বন্ধ করা যায়নি, তাই এমন সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০০৯ সালে দেশে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে, আধার কার্ডটি একটি অনন্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল। যাঁদের আধার কার্ড নেই, তাঁরা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, গ্যাসের সংযোগ সবেই আধার লাগে। তবে জন্মের তারিখ যাচাই করতে এবার আর আধার কার্ড কার্যকর থাকছে না। এছাড়াও এখন থেকে প্রতি ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে বলেও ইউআইডিএআই জানিয়েছে।
❤ Support Us