- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৭, ২০২৪
প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক মৌ রায়চৌধুরী

অকালে চলে গেলেন মহিলা শিল্পোদ্যোগী এবং একনিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ রায়চৌধুরী । তিনি ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন, টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশন এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরধা এবং আজকাল পত্রিকার ডিরেক্টর । প্রকাশনা এবং শিক্ষাদ্যোগের পাশাপাশি তাঁর সাংস্কৃতিক কর্মকান্ডের পরিধিও ছিল বিস্তৃত । তাঁর লেখা গদ্য এবং কবিতা সমাদৃত পাঠক মহলে । আজকাল প্রকাশনার পত্রিকা সুস্থ, সফর, খেলার প্রধান উপদেষ্টা ছিলেন তিনি । রবীন্দ্র অনুরাগীর কন্ঠে গান, কবিতা পাঠ ভিন্ন মাত্রা যোগ করতো ।
মঙ্গলবার সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে, মাত্র ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মিষ্টভাষী, সদা আলাপি ব্যক্তিত্বের অকালমৃত্যুতে শোকাহত তাঁর পরিবার সহ গুণমুগ্ধ এবং নিকটজনেরা ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে শুরু করে তাঁর চেনা পরিধির অনেকেই । এক্স হ্যান্ডেলে মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ রায়চৌধুরীর প্রয়াণে অকস্মাৎ শূণ্যতার সূষ্টি হল ।
Shocked to receive the news of the most untimely demise of Mou Raychaudhuri, a leading entrepreneur and cultural activist of Bengal today.
Co- chairperson of Techno India group and an editor in the Aajkaal group of publications, she was leading some major activities of our…
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2024
❤ Support Us