- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৭, ২০২৪
নির্বাচনের প্রচারে নতুন মাত্রা, প্রকাশিত আম আদমি পার্টির গান ‘জেল কা জওয়াব ভোট সে’

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিক্রিয়ায় আম আদমি পার্টি লোকসভা নির্বাচনের প্রচারের জন্য ‘জেল কা জওয়াব ভোট সে’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেছে। বৃহস্পতিবার দিল্লিতে পার্টির সদর দফতরে র্যাপ স্টাইলে গাওয়া এই গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
আপ বিধায়ক এবং বিধানসভায় শাসক দলের চিফ হুইপ দিলীপ পান্ডে এই গানটি লিখেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গানটি দারুণ সাড়া ফেলেছে। এক্স–এ অনেকেই দিলীপ পান্ডেকে বহুমুখী প্রতিভার জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘তিমারপুরের আপ এমএলএ দিলীপ পান্ডে কোভিডের কঠিন দিনগুলিতে তাঁর কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন। এই গানটি তিনি লিখেছেন এবং আপ–এর কাছে তার কণ্ঠ দিয়েছেন। প্রচারের গান। এটা আসলে একটা র্যাপ।’
একজন আবার লিখেছেন, ‘এক নম্বর পার্টি এক নম্বর গান।’ তবে অনেকে মনে করছেন যে, এই গানটি নির্দিষ্ট বয়সের বাইরের লোকেদের আকর্ষণ করা কঠিন হবে। একজন এক্স–এ লিখেছেন, ‘র্যাপ গানটি চমৎকার। কিন্তু এটি জনসাধারণের কাছে আকর্ষণীয় নয়। এটি যদি একটি আবেগময় গান হত, তাহলে মানুষ কেজরিওয়ালের সংগ্রামের সাথে সম্পর্কিত হতো।’
একজন ভক্ত আবার ২০২০ সালের বিশাল দাদলানি রচিত প্রচারাভিযান গান, ‘লাগে রাহো কেজরিওয়াল’–এর কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘একই গান ফিরিয়ে আনলে আরও ভাল হত। জনসাধারণ এর সাথে যুক্ত ছিল। আজও ওই গান শুনলে একইরকম উৎসাহ পায়। বিশাল দাদলানি স্যার আমরা আপনাকে মিস করছি।’ ২০১৯ সালে আম আদমি পার্টি তাদের প্রচারে রণবীর সিং, আলিয়া ভাট অভিনীত ‘গালি বয়’–এর গান ব্যবহার করেছিল।
❤ Support Us