Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৩০, ২০২২

মমতা-কেজরি সাক্ষাৎ, জোট বাঁধতে চলেছে দুই আঞ্চলিক দল? মুখ খুললেন বঙ্গ আপ নেতা

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করলেন অরিবন্দ কেজরিওয়ালের সঙ্গে।

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতা-কেজরি সাক্ষাৎ, জোট বাঁধতে চলেছে দুই আঞ্চলিক দল? মুখ খুললেন বঙ্গ আপ নেতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টি -র প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাক্ষাৎ দেশের রাজনীতিতে নয়া মোড় হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে কি পরবর্তী লোকসভা নির্বাচনে আপ-তৃণমূল জোট? এই প্রশ্নই বার বার ঘুরছিল রাজনীতির ময়দানে। অনেকে আবার এ প্রশ্নও তুলেছেন— গোয়া বিধানসভা নির্বাচনের সময় যে জোট বাস্তবায়িত হয়নি সেই দুই দলকে কি মেলাবে ২৪ এর লোকসভা নির্বাচন?

এই নিয়ে যখন প্রশ্ন উঠছিল সেই সময় উল্লেখযোগ্য ফেসবুক পোস্ট করলেন বঙ্গ আপ-এর অন্যতম পর্যবেক্ষক সঞ্জয় বসু। তবে কি পরবর্তী লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি -তৃণমূল জোট? রাজনীতির অন্দরে ঘুরপাক খেতে থাকা এই প্রশ্ন প্রসঙ্গে সঞ্জয় লিখেছেন, ‘গত দশ বছরে যতটুকু চিনেছি জেনেছি এই দল কে, সেখানে দাঁড়িয়ে বলতে পারি জোটের সম্ভাবনা নেই। আপ কারও সঙ্গে জোট বেঁধে লড়াই করে না। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে যে ঘটনা ঘটেছে তা পুনরায় ঘটার সম্ভাবনা নেই।’ অর্থাৎ জোট করে তৃণমূল এবং আম আদমি পার্টির- লড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, এই আপ নেতার দাবি, এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের দলের মূল লক্ষ্য গুজরাট এবং হিমাচল প্রদেশ। ২৪ এর রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও কিছু ভাবছে না তারা । উল্লেখ্য, পঞ্জাব নির্বাচনে জয়লাভের পরেই বাংলায় ক্রমশ শক্তি বাড়াতে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের দল। বিভিন্ন জেলায় চলছে সদস্য সংগ্রহের কাজ।

বাংলায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেছিল এই রাজনৈতিক দল। সেক্ষেত্রে মমতা-কেজরি সাক্ষাতে বিস্তর প্রশ্ন তৈরি হয়েছিল। বঙ্গ রাজনৈতিক মহলের নেতাদের একাংশের কথায়, ‘বাংলায় সংগঠন গোছানোর চেষ্টা করছে আপ । তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কথাও শোনা যাচ্ছে বঙ্গ আপ নেতাদের পক্ষে।

এদিকে, সঞ্জয় বসু বলেন, ‘লড়াই হবে কাজের রাজনীতি নিয়ে, যুক্তি তর্কের লড়াই। রাজনীতি মানে কখনই দু’দলের মধ্যে শারীরিক লড়াই নয়।’ সবমিলিয়ে তিনি স্পষ্ট করেছেন আপ-তৃণমূল জোটের সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!