Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ১৩, ২০২৩

এবার কি যুবরাজের বায়োপিক?‌ আত্মবজীবনীর সত্ব কিনলেন আমির খান

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার কি যুবরাজের বায়োপিক?‌ আত্মবজীবনীর সত্ব কিনলেন আমির খান

মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে আগেই তৈরি হয়েছে বায়োপিক। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। কপিল দেবের জীবনী নিয়েও সিনেমা তৈরি হওয়ার কথা শোনা গেছে। এর মধ্যেই জল্পনা তুঙ্গে, যুবরাজ সিংয়ের জীবনী নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। যুবরাজ সিংয়ের আত্মজীবনীর সত্ব কিনেছেন আমির খান।
ফিল্মফেয়ার পত্রিকায় এক রিপোর্টে বলা হয়েছে, যুবরাজ সিংয়ের আত্মজীবনীর সত্ব কিনেছেন আমির খান। আর এই আত্মজীবনীর সত্ব কেনার অর্থ যুবরাজের জীবন নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। যুবরাজের জীবন নানা প্রতিকূলতায় ভরা। ছোটবেলায় যেমন তাঁকে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তেমনই তাঁর ক্রিকেট জীবনও হয়ে উঠেছিল বর্ণময়। এছাড়াও ক্যান্সারের বিরুদ্ধে যুবরাজের সাহসী লড়াই সকলের মনে দারুণভাবে রেখাপাত করে গেছে।
সিনেমা তৈরির ব্যাপারে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া আমির খান যুবরাজ সিংহের জীবনের আকর্ষণীয় গল্প রুপোলি পর্দায় তুলে ধরার জন্য এগিয়ে এসেছেন। ছকের বাইরে গিয়ে সিনেমা তৈরি করার ব্যাপারে আমির খানের বরাবরই সুনাম আছে। যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরির ক্ষেত্রেও হয়তো তার ব্যতিক্রম হবে না। লাল সিং চাড্ডা সিনেমাতে শেষ বার আমির খানকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর। বক্স অফিসে যদিও এই সিনেমাটি একেবারেই হিট করতে পারেনি। তারপর অভিনয় থেকে তিনি সাময়িক বিরতি নিয়েছেন। অভিনয় না করলেও প্রযোজনার কাজ করছেন এবং পরিবারকে বেশি সময় দিচ্ছেন আমির খান।
যুবরাজ সিংয়ের আত্মজীবনীর সত্ব কেনার পর থেকেই তাঁর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সিংয়ের ঘুরে দাঁড়ানোর লড়াই সব প্রজন্মের কাছে অনুপ্রেরণার। ২০১১ সালে দুরন্ত ক্রিকেট উপহার দিয়ে তিনি ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিলেন। বিশ্বকাপের পরপরই তিনি জানতে পারেন যে ক্যান্সারে আক্রান্ত। তাতেও ভেঙে পড়েননি। যুবরাজ দুর্দান্ত লড়াই করে এই রোগকে হার মানিয়ে আবার মাঠে ফিরে এসেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!