Advertisement
  • দে । শ
  • জুন ৭, ২০২৪

হাত ছাড়লো আপ

বৃহস্পতিবার বৈঠকে বসেছিল দলের বিধায়ক এবং নব্য নির্বাচিত সাংসদ এবং দলের নীতি নির্ধারকরা। সেখানেই সিদ্ধান্ত হয়, ২০২৫ এর বিধানসভা নির্বাচনে রাজধানীতে নিজেদের শক্তিতেই লড়বে আপ

আরম্ভ ওয়েব ডেস্ক
হাত ছাড়লো আপ

২০২৫ এর দিল্লি বিধানসভা নির্বাচনে আর জোটে থাকবে না আম আদমি পার্টি। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের অনুপস্থিতে, তাঁরই বাসভবনে বৃহস্পতিবার বৈঠকে বসেছিল দলের বিধায়ক এবং নব্য নির্বাচিত সাংসদ এবং দলের নীতি নির্ধারকরা। সেখানেই সিদ্ধান্ত হয়, ২০২৫ এর বিধানসভা নির্বাচনে রাজধানীতে নিজেদের শক্তিতেই লড়বে আপ।

বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে বৈঠকের পর, আপ মন্ত্রী গোপাল রাই সংবাদ মাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তাঁরা কংগ্রেসের সঙ্গে জোটে থাকতে চান না । একাই লড়বেন । তিনি বলেন লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্যই বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া গড়ে তোলা হয়েছিল । জোট শরিক হিসেবে আম আদমি পার্টিও তাতে যোগ দিয়েছিল। কিন্তু আসন্ন বিধানসভায় আপ আপাতত কোনো জোটে যাচ্ছে না।

কারাবন্দী কেজরিওয়াল, লোকসভা নির্বাচনের পঞ্চম দফার পরে অন্তরবর্তীকালীন জামিন পেলেও, ভোট মিটতে ফের ফিরে গেছেন তিহাড়ে । ৫ জুন কেজরীওয়ালের জামিন আবেদনের শুনানি ছিল কোর্টে, তা খারিজ হয়। ১৯ জুন অবধি তাঁর কারাবাসের মেয়াদ বেড়েছে।

আপ মন্ত্রী গোপাল রাই বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ইন্ডিয়া জোটের সঙ্গী হয়ে দিল্লিতে তাঁর দল চারটি আসনে লড়েছে । হাত শিবিরকে ছেড়ে দেওয়া হয়েছিল তিনটি আসন । কিন্তু শেষ পর্যন্ত ওই সাতটি আসনের কোনটিতেই সাফল্য পায়নি আপ বা কংগ্রেস।  গোপাল রাই অবশ্য দাবি করেছেন দিল্লির চারটি আসনে জয়ী বিজেপির সঙ্গে তাদের ভোট ব্যবধান কমেছে। তাই ২০২৫ এর বিধানসভায় তাঁরা এককভাবেই লড়তে চান। তাঁর প্রস্তুতি শুরু করতেই ৮জুন দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে ফের বৈঠক হবে। কর্মী বৈঠক হবে ১৩ জুন।

২০২৪ এর লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রথমবার জাতীয় পার্টি হিসেবে নির্বাচন লড়ল। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এবং আসাম মিলিয়ে ২২টি আসনে প্রার্থী দিয়েছিল কেজরীওয়ালের দল। সাফল্য এসেছে শুধু মাত্র পাঞ্জাবে। সেখানে জোটের বাইরে গিয়েই একক ভাবে লড়ে তারা তিনটি আসন পেয়েছে। সেই অঙ্ক থেকেই কী দিল্লির আসন্ন বিধানসভায় আপের একা লড়ার সিদ্ধান্ত ? ২০১৫ এবং ২০২০ দুই বিধানসভা নির্বাচনেই খাতা খুলতে পারেনি কংগ্রেস। ২০২০ সালে দিল্লির নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬২টি জিতেছিল আপ, পদ্ম শিবির পায় আটটি আসন। পুরনো পরিসংখ্যান আর সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সাফল্য নিশ্চিত করতেই কী ঝাড়ু হাতসঙ্গ ছাড়লো ? ভোট অঙ্কে নয়া সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!