শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আম আদমির পদত্যাগ করা মন্ত্রী মনীশ সিসোদিয়াকে ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস এভিনিউ কোর্ট।এটি একটি খবর। কিন্তু এ খবরের ভেতরকার বড়ো খবর, আপের ভবিষ্যতে জাতপাতের রাজনীতির প্রভাব বাড়তে পারে। সিসোদিয়া এখন তিহাড় জেলে।আবগারি কেলেঙ্কারি আর সিসোদিয়ার গ্রেফতারির পরিপ্রেক্ষিতে, বিজেপি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবি করছে।
রাজধানী দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রীয় শাসক দল চুপ করে বসে থাকবে না। তাঁরা নতুন নতুন ইস্যু খুঁজে বের করে অরবিন্দকে কোণঠাসা করার চেষ্টা চালাবে।দিল্লিতে বর্ণহিন্দু ছাড়াও বিভিন্ন জাতপাত আর সম্প্রদায়ের প্রভাব যথেষ্ট। বিজেপি অনুন্নত সম্প্রদায়কে খুশি করতে পারেনি। তাদের অসন্তোষ বাড়ছে। সিসোদিয়া মূলস্রোতের বর্ণহিন্দু নন, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দাক্ষিণাত্যের মদ ব্যবসায়ীদের নানাভাবে সাহায্য করেছেন। এসব অভিযোগ কতটা সত্য, কতটা অতিরঞ্জিত তিনিই বলতে পারবেন। আরম্ভ সিবিআইয়ের অভিযোগনামা খতিয়ে দেখার সুযোগ পায়নি। অতএব, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ভিত্তিকেই গুরুত্ব দিতে হচ্ছে।
সিবিআইয়ের দাবি, আপ অযথা বিষয়টি নিয়ে রাজনীতি করছে।বিশেষ সূত্রে জানা গেছে, ১৫ দিনের মধ্যে সিবিআই সিসোদিয়াকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করতে পারে। অভিযোগ, উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের একাংশ এবং আম আদমি পার্টির কিছু সংখ্যক নেতা আবগারি ইস্যুতে ২০ থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। রাজস্বের ক্ষয়ক্ষতি বিপুল অঙ্কের । এর পরিমাণ অন্তত ২৮৮৩ কোটি। সিসোদিয়া একাধিকবার বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ভিত্তিহীন। রাজধানীতে জল্পনা, আম আদমি পার্টির জাতপাতকে ইস্যুকে অস্ত্র করে তুলতে পারে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34