Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৮, ২০২৪

আইপিএলের ম্যাচে কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদ, দিল্লি স্টেডিয়ামে আটক আপ সমর্থকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলের ম্যাচে কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদ, দিল্লি স্টেডিয়ামে আটক আপ সমর্থকরা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদ জানানোর মঞ্চ হিসেবে আইপিএল–কেই বেছে নিয়েছিলেন আপ সমর্থকরা। দেশের সামনে তাদের প্রতিবাদ তুলে ধরলেও পুলিশি দমন–পীড়নের শিকার হতে হল তাঁদের। গ্যালারি থেকেই আপ সমর্থকদের আটক করে দিল্লি পুলিশ।
ক্রিকেট মাঠে রাজনৈতিক প্রতিবাদ, স্লোগান দীর্ঘদিন ধরেই চলে আসছে। গত বছর বিশ্বকাপের সময় কলকাতার ইডেনে কিংবা আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদ দেখা গিয়েছিল। প্যালেস্তাইনের সমর্থনে পোস্টার, ব্যানার তুলে ধরা হয়েছিল। আইপিএল মঞ্চেও আগে দেখা গেছে রাজনৈতিক প্রতিবাদ। এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামও একই ঘটনার সাক্ষী থাকল।

মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ ছিল। এই ম্যাচে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে সামিল হন আপ সমর্থকরা। একদল আপ সমর্থক গ্যালারিতে কেজরিওয়ালের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। আপ সমর্থদের মুখে ছিল, ‘‌ভোটের মাধ্যমেই দেওয়া হবে জেলের জবাব।’‌ কয়েকজন কেজরিওয়ালের মুক্তির দাবিতে ব্যানারও তুলে ধরেন। আম আদমি পার্টির পক্ষ থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। গ্যালারিতে প্রতিবাদ দেখানোর জন্য বেশ কয়েকজন আপ সমর্থককে আটক করে দিল্লি পুলিশ।
মঙ্গলবার কেজরিওয়ালের মামলার শুনানি ছিল। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ২০ মে পর্যন্ত জেল হেফাজত বাড়িয়ে দিয়েছে। ৯ মে আবার কেজরিওয়ালের মামলার শুনানি হবে। আপ সমর্থকরা আশায় ছিলেন, মঙ্গলবার হয়তো জামিন পাবেন তাঁদের প্রিয় নেতা। কিন্তু তা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!