- Uncategorized ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ২, ২০২২
‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র প্রিমিয়ারে চাঁদের হাট

মুক্তি পেল ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। ১৭ জন তারকাকে নিয়ে তৈরি এই ছবি । ছবি মুক্তির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সব কলাকুশলীরা। সপরিবারে হাজির তারকারা। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে ও অক্সদ কে পাণ্ডে । তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, রুপঙ্কর বাগচি, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক তারকা।
গল্পে কোনো রহস্যের ছোঁয়া নেই, মূলত পারিবার কেন্দ্রিক গল্প । ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক সহ হাজির ছিলেন শাশ্বত, রনিতা, দেবলীনা সহ অন্যান্য তারকারাও। তাঁরা জানিয়েছেন, মোট ১৭ দিনে সারা হয়েছে ছবির কাজ। প্রায় প্রতিদিনই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছেন তাঁরা। গল্পে সবাই মিলে একসঙ্গে ছুটি কাটানো শুধু নয় ছোটবেলার স্মৃতিচারণও এই আয়োজনের অন্যতম কারণ। দার্জিলিং- পৈতিক বাড়ির নাম অভিলাষ। এই বাড়ি, কাঞ্জনজঙ্ঘা আর ছেলেবেলা স্মৃতি —’আবার কাঞ্চনজঙ্ঘা’ ।
❤ Support Us