Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২১, ২০২৪

অভিযান-এর অভিনব অভিযান।কলেজ স্কোয়ারে চলছে ভারতের প্ৰথম থ্রিলার উৎসব

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিযান-এর অভিনব অভিযান।কলেজ স্কোয়ারে চলছে ভারতের প্ৰথম থ্রিলার উৎসব

রহস্য রোমাঞ্চ সাহিত্য পড়তে ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া  দুষ্কর। ইন্টারনেটের রমরমা যুগে এখনকার প্রজন্ম ভীষণ থ্রিলার প্রেমী। শুধু তাই নয়। নতুন নতুন সাহিত্যিকেরা জন্ম নিচ্ছেন ‘থ্রিলার’ জঁর-এর হাত ধরে। হারিয়ে যাওয়া বহু বাঙালি গোয়েন্দা আবার প্রচারের আলোয় ফিরছেন। থ্রিলারের প্রতি এরকম ভালোবাসা থেকেই জন্ম নিল ভারতের প্রথম ‘থ্রিলার ফেস্ট।’ আয়োজনে ‘অভিযান পাবলিশার্স।’ ১৮ থেকে ২৫মে, আটদিনের এই উৎসব শুরু হয়েছে  কলেজ স্কোয়ারে অভিযান বুক ক্যাফেতে।

ফেস্ট শুরুর উদ্বোধনে ছিল অভিনবত্ব। পিস্তল থেকে গুলি ছুঁড়ে শুরু হল এই উৎসব। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সুমিতা চক্রবর্তী, প্রচেত গুপ্ত,  শুদ্ধেন্দু চক্রবর্তী, সুস্মিতা সাহা এবং শ্রীমন্ত বসু। উপস্থিত দর্শকদের হাতেও তুলে দেওয়া হয় ছোট ছোট খেলনা বন্দুক। ৮দিনের অভিনব এ উৎসবে প্রত্যেকদিনের আলোচনার বিষয় নির্বাচনেও রয়েছে চমক।আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে উৎসবের ২২টি পর্ব, অংশগ্রহণ করবেন একশোর বেশি লেখক, প্রকাশক, বইপ্রেমী ও গবেষক।সহযোগী আয়োজক অক্ষর সংলাপ প্রকাশন, বিভা, অভিনব মন এবং কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

ভারতে এই ধরণের উৎসব এই প্রথম । ইউরোপ ও আমেরিকায় নিয়মিত এ ধরণের উৎসব আয়োজিত হয়ে থাকে। জানা গেছে,২৮ মে থেকে ১ জুন আমেরিকার শেরাটন টাইম স্কোয়ারে ১৯তম থ্রিলার ফেস্ট আয়োজিত হতে চলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!