- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৫, ২০২৪
ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের সহঅধিনায়কের দায়িত্ব পেলেন বাংলার অভিমন্যু

ইরানি কাপের জন্য ঘোষিত হল অবশিষ্ট ভারতীয় দল। দলের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়। সহঅধিনায়কের দায়িত্বে বাংলার অভিমন্যু ঈশ্বরণ। দলে রয়েছেন বাংলার আরও এক ক্রিকেটার মুকেশ কুমার। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পাওয়া দুই ক্রিকেটার ধ্রুব জুরেল ও যশ দয়ালকেও শর্তসাপেক্ষে সুযোগ দেওয়া হয়েছে।
১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত লখনউর অটলবিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে গতবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বইয়ের মুখোমুখি বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারতীয় একাদশ। এই ম্যাচের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছে অজিত আগরকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকা দুই ক্রিকেটার ধ্রুব জুরেল ও যশ দয়াল। কানপুরে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ না পেলে এই দুই ক্রিকেটার ইরানি কাপে খেলবেন। তেমনই সরফরাজ খানও কানপুর টেস্টে খেলার সুযোগ না পেলে মুম্বইয়ের হয়ে ইরানি কাপে খেলবেন।
দলীপ ট্রফিতে ভারতীয় ‘বি’ দলের নেতৃত্বে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। আর ভারতীয় ‘সি’ দলের নেতৃত্বে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। অবশিষ্ট ভারতীয় একাদশের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে রুতুরাজের হাতে। আর সহকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। তাঁর দিকে নজর রয়েছে নির্বাচকদের। সামনে ঠাসা সূচি। বাংলাদেশের পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে ভারত। তারপর অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজ। দলীপে ভাল খেলেছেন অভিমন্যু। ইরানি কাপে ভাল পারফরমেন্স করলে জাতীয় দলে সুযোগ পেতে পারেন। মুকেশ কুমারের সামনেও নিজেকে প্রমান করার সুযোগ। ভারতীয় দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে লড়াই ধ্রুব জুরেল ও ঈশান কিষাণের সঙ্গে। দলীপে সেঞ্চুরি করে নজর কেড়েছেন ঈশান।
অবশিষ্ট ভারতীয় দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহঅধিনায়ক), সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, মানব সুতার, সারাংশ জৈন, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, যশ দয়াল, রিকি ভুই, শাশ্বত রাওয়াত, খলিল আহমেদ এবং রাহুল চাহার।
❤ Support Us