Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৯, ২০২৪

অভিনন্দনকে ছাড়াতে ভারত নাকি ৯টি মিসাইল তাক করেছিল ইসলামাবাদের দিকে?

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিনন্দনকে ছাড়াতে ভারত নাকি ৯টি মিসাইল তাক করেছিল ইসলামাবাদের দিকে?

২০১৯ সালে পুলওয়ামা হামলার পর বালাকোট এয়ারস্ট্রাইকের রেশ ধরে ভারতীয় বায়ুসেনার তৎকালীন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিল পাকিস্তান। তাঁকে ছাড়ানোর জন্য ভারত ৯টি ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তানের দিকে। অভিনন্দনকে না ছাড়লে যে কোন মুহূর্তে এই ক্ষেপণাস্ত্রগুলি লঞ্চ করে দিতে পারে ভারত। সেই খবর পেয়ে মধ্যরাতে রীতিমতো তঠস্থ হয়ে উঠেছিল পাকিস্তান। তড়িঘড়ি পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়ার দ্বারস্থ হয়েছিলেন ইসলামাবাদের শীর্ষ আধিকারিক।

নিজের লেখা ‘অ্যাঙ্গার ম্যানেজমেন্ট: দ্য ট্রাবলড ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বিট্যুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান’ নামক বইয়ে সেই ঘটনার কথা তুলে ধরেছেন বিসারিয়া। তিনি বলেছেন, “২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে ভারতে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন হাইকমিশনার সোহেল মেহমুদের ফোন করেছিলেন। তিনি সেইসময় ইসলামাবাদেই ছিলেন। সোহেল মেহমুদ বলেছিলেন যে, ইমরান খান নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে চান।” ইসলামাবাদের বার্তা পেয়ে বিসারিয়া দিল্লিতে ফোন করে খোঁজ নিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে মোদির সঙ্গে ইমরানের সেই রাতে কোনও কথা হয়নি।

রীতিমতো আতঙ্কিত হয়ে পরের দিন ইমরান খান ঘোষণা করেন যে, অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে। শান্তির জন্য তিনি নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন বলেও জানান। ইমরানের দাবি ছিল, শান্তির বার্তা দিতেই অভিনন্দনকে ছেড়ে দেওয়া হচ্ছে। পশ্চিমী কূটনীতিবিদদের মতে, ভারতের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথাটা শুধুমাত্র হুমকি ছিল। আসলে অভিনন্দনকে ছাড়ানোর জন্যই হুমকি দিয়েছিল ভারত। আর তাতেই কেঁপে গিয়েছিল পাকিস্তান।

ভারত অবশ্য কোনও দিন ক্ষেপণাস্ত্র হুমকির কথা স্বীকার করেনি। বরাবরই কূটনৈতিকভাবে পদক্ষেপের কথা বলে এসেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!