- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৪, ২০২৩
ইন্ডিয়া জোটের ভবিষ্যত ঠিক করবেন মানুষ, উত্তরবঙ্গ সফরের আগে বার্তা অভিষেকের
তিন রাজ্যে বিজেপির কাছে পরাজিত হওয়ার পর নাম না করে কংগ্রেসকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, “যাঁরা হেরেছেন, ভুল সংশোধন করে নতুন করে কাজ করুন।” পাশাপাশি যাঁরা জিতেছেন তাঁদের প্রতি শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক।
সোমবার উত্তরবঙ্গ সফরের আগে, এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সসরাসরি কংগ্রেসকে আক্রমণ না করলেও অভিষেকের মন্তব্য ছিল খুবই তাৎপর্যপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, “ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ঠিক করবে মানুষ। সময় খুব কম, একসঙ্গে জোট বেঁধে সবাইকে কাজ করতে হবে।”
অভিষেক দাবি করেছেন, “এই বিধানসভা নির্বাচনের প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না।” এই প্রসঙ্গে অভিষেক বলেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিজেপি পরাজয়ের পর বলেছিল, এই ভোটের ফলের প্রভাব লোকসভায় পড়বে না। অভিষেক সোমবার বিজেপির এই যুক্তি তুলেই বিজেপিকে বিঁধলেন।
প্রসঙ্গত নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির ছোট মাপের নেতা সবাই বলছেন, এই চার রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে সেমিফাইনাল। লোকসভা হচ্ছে ফাইনাল, তাতে এই বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে। অভিষেক বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছেন।
এদিকে রবিবার চার রাজ্যের ভোটের ফল ঘোষণার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি ইন্ডিয়া জোটের আহ্বায়ক, তিনি কংগ্রেসকে এই ফলের জন্য বিঁধেছেন। কুণাল ঘোষ বলেছেন, এই জয় বিজেপির সাফল্য নয়, কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেস চলতে গিয়ে ব্যর্থ, জমিদারি মানসিকতা ছাড়তে হবে।
তবে অভিষেক কিন্তু সরাসরি কংগ্রেসকে সমালোচনা না করে, কংগ্রেসের নাম মুখে না এনে “যারা হেরেছেন” বলে কংগ্রেসকেই বার্তা দিলেন। পাশাপাশি ইন্ডিয়া জোটের ঐক্য বজায় রাখতে শরিক দলগুলোর যে সংযম দেখানো প্রয়োজন তাও বুঝিয়ে দিলেন।
❤ Support Us